স্ত্রীর সঙ্গে কথা বলায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধরের বিরুদ্ধে

স্ত্রীর সঙ্গে কথা বলায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধরের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্ত্রীর সঙ্গে কথা বলা নিয়ে ঝামেলা । যুবককে বেধড়ক মারধরের অভিযোগ নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধরের বিরুদ্ধে । ওই যুবকের স্ত্রীর সঙ্গে গোপনে কথা বলতো নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার পার্থ দত্ত । এর প্রতিবাদ করায় তার ওই যুবক কে বেধড়ক মারধর করলো নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার পার্থ দত্ত ও তার সঙ্গী রা । আর এই নিয়ে স্থানীয় অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । ঘটনা টি ঘটেছে বনগাঁ থানার পাইকপাড়া তে ।

 

 

অভিযোগ সূত্রে জানা যায় যে বনগাঁ থানার গোবড়াপুর এর বাসিন্দা অমিত চক্রবর্তী বিগত বেশ কয়েক মাস নেশা সমস্যার জন্য ভর্তি ছিল বনগাঁ থানার এলাকার পাইকপাড়ার একটি নেশা মুক্তি করন কেন্দ্রে । চিকিৎসা শেষ হলে সে ওই যুবক নেশা মুক্তি করণ কেন্দ্রে যাতায়াত করতো । গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলায় অমিত জানতে পারেন যে তার অজান্তে ওই নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধর তার স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন গোপনে ধরে কথাবার্তা বলছেন । অমিত গতকাল সন্ধ্যায় তার প্রতিবাদ করে ।

 

তখন নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধর পার্থ দত্ত ও তার সঙ্গীরা অমিতকে গালিগালাজ ও মারধর করে ।পাশাপাশি ওই নেশা মুক্তি করণ কেন্দ্র থেকে তাড়িয়ে দেয় তাকে । ওখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে পাইকপাড়া মোড়ের কাছে পুনরায় ওই যুবম কে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে নেশা মুক্তি করন কেন্দ্রের কর্ণধার ও তার দলবল । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনগাঁ রিকভারিং গ্রুপের সদস্যরা ।

আরও পড়ুন – বর্ধমানে বিজেপি যুব মোর্চা ও সিপিআইএম এর পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভসভা

রিকভারিং গ্রুপের সদস্যরা এবং স্থানীয় কিছু মানুষ অমিত কে উদ্ধার করে সেখান থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে । অমিত বর্তমানে গুরুত্ব আহত অবস্থায় ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে । বনগাঁ রিকভারিং গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো নেশা আসক্ত মানুষ পাগল না বা খারাপ না সে মানুষিক ভাবে অসুস্থ । এই ঘটনার প্রতিবাদে প্রয়োজন হলে তারা বৃহত্তম আন্দোলনের পথে যাবে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top