নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৪অক্টোবর,২০২০:
স্ত্রী ও এক মাসের পুত্র সন্তানকে খুন করে পলাতক স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর হাট পুকুরিয়া গ্রামে। নিহতের নাম মোমেনা সর্দার ও সাহাদ সর্দার । অভিযুক্ত সফিউদ্দীন সর্দার ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ ও স্থানীয় মানুষদের অনুমান সফিউদ্দীন ইট দিয়ে মাথা থেঁতলে খুন করেছে স্ত্রীকে ও সন্তানকে গলা টিপে খুন করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কি কারণে নিজের স্ত্রী ও সন্তানকে খুন করলেন সফিউদ্দীন তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, মোমেনা ছিল সফিউদ্দীন এর দ্বিতীয় স্ত্রী। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
