স্ত্রী কে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ধারালো অস্ত্র দিয়ে খুপিয়ে খুন করেন স্ত্রী কে । মৃতের নাম মুর্শিদা বিবি( ৩২)। স্বামী আমিনুল সেখ, শাশুড়ি সহ দেওর এবং ভাসুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মৃতার পরিবারের পক্ষ থেকে । ঘটনাটি ঘটেছে ডোমকল থানার ১ নং ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের পেঁচেরপাড়া এলাকায়।