স্ত্রী কে মারধর করে শ্বাস রোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার ভাগেরডাঙা গ্রামে ।পুলিশ জানায় মৃতার নাম সুখিনা বিবি স্বামী সহাবুদ্দিন সেখ । রবিবার রাতে শ্বশুর বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর বাবা অভিযোগ করে শ্বশুর বাড়ির লোকজনরা আমদের মেয়ে কে মারধর করে শ্বাস রোধ করে খুন করা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে নয় মাস আগে বিয়ে হয় খড়গ্রাম থানার সাহাপুর গ্রামের বাসিন্দা সুখিনা খাতুনের সঙ্গে ওই থানার অন্তর্গত ভাগেরডাঙা গ্রামের বাসিন্দা সহাবুদ্দিনের। সুখিনার পরিবারের আর্থিক পরিস্থিতি সচ্ছল না হওয়ার কারনে বিয়েতে পন দিতে পারে নি। এই কারনেই বিয়ের পর থেকেই পনের টাকার জন্য চাপ সৃষ্টি করে সখিনা কে। এই কারনেই শ্বশুর বাড়িতে স্বামী মানষিক ও শারীরিক অত্যাচার চালাতো। গতকাল সন্ধ্যায় সখিনার সঙ্গে ফোনে কথা হয় সখিনার মায়ের। আর রাতেই সহাবুদ্দিন ফোন করে শ্বাশুরি কে বলে জানায় সখিনা অসুস্থ। সখিনার শ্বশুর বাড়ি গিয়ে দেখে তাদের মেয়ের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। এবং অভিযুক্ত স্বামী সহাবুদ্দিনকে গ্রেফতার করে। মৃত গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুখিনার বাবা খড়গ্রাম থানায় শ্বশুর বাড়ি লোকজন দের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ।
স্ত্রী কে মারধর করে শ্বাস রোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
স্ত্রী কে মারধর করে শ্বাস রোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram