বীরভূম – বীরভূমের সিউড়িতে ঘনিষ্ঠ সম্পর্ককে সম্মান জানিয়ে এক স্বামীর মানবিক সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে প্রবল আলোচনা। নয় বছর আগে বিয়ে করা দম্পতির সম্পর্কে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। বিবাদের জেরে স্ত্রী ফিরে যান বাপের বাড়িতে। সেখান থেকেই স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানতে পেয়েও কোনও বিরোধ না করে উলটে স্বামী নিজেই মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রী’র বিয়ে সম্পন্ন করান।
শুক্রবার সিউড়ি আদালতে এসে প্রাক্তন স্বামী–স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য আনুষ্ঠানিক আবেদন জানান। আদালতে হাজির ছিলেন স্ত্রী’র বর্তমান স্বামীও। প্রাক্তন স্বামী বলেন, “দু’জনেই যখন একে অপরকে চাইছে, তখন বাধা দেওয়া ঠিক হত না। তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি।” স্ত্রীও জানান, “এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই।”
মানসিক পরিপক্বতার নজির রাখলেন প্রাক্তন স্বামী—সাত বছরের সন্তানের দায়িত্বও তিনি নিজেই তুলে নিয়েছেন কাঁধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সিউড়ি ও সাঁইথিয়াজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত ও মানবিক বলে প্রশংসা করছেন, আবার কেউ সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন।




















