স্ত্রী বাঙালি কিন্তু অজয় পাঞ্জাবি! খাবার টেবিলে পছন্দের অমিল তো স্বাভাবিক?

স্ত্রী বাঙালি কিন্তু অজয় পাঞ্জাবি! খাবার টেবিলে পছন্দের অমিল তো স্বাভাবিক?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৭ জানুয়ারি, পাঞ্জাবি আর বাঙালি খাবারের মধ্যে তফাৎ আছে তো বটেই! আর এটি কাজল ও অজয় দেবগণ-এর সংসারে ঠিক কতটা প্রভাব ফেলেছে তা এবার স্পষ্ট করল দুজনেই।সম্প্রতি একটি টক শো তে এধরনের নানান বিষয় নিয়ে এক্কেবারে ঘরোয়া মেজাজে ধরা দিলেন কাজল ও অজয় দেবগণ।

কাজলের কোথায় তিনি মাছের করি খুবই পছন্দ করেন।কিন্তু অজয়? বাঙালি না হয়েও কাজলের জন্য বাঙালি বহু খাবার শিখেছেন অজয়।তিনি মাছের করি রান্নাও শিখে গিয়েছেন ইতিমধ্যে।কাজল বলেন, অজয় ও তাঁর মা কাঁকড়া খেতে বেশি পছন্দ করেন।কিন্তু কাজলের সেটা খেতে পছন্দ নয়।অজয় জানান, একটা সময় ছিল তাঁর বাড়িতে ভীষণভাবে পাঞ্জাবি খাবার রান্না হত, তবে এখন কাজলের ডায়েটের জন্য আর সেটা হয় না। তবে তাঁদের ছেলেমেয়েদের মধ্যে মেয়ে নিশা ভারতীয় খাবারই পছন্দ করে।নিশাকে হঠাৎ জাপানি বলে ওঠেন কাজল, কারণ সে নাকি সুসি (Sea Food) খেতে খুব পছন্দ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top