Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে শামিকে শমন পাঠাল আলিপুর আদালত - Shine TV 24×7

স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে শামিকে শমন পাঠাল আলিপুর আদালত

স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে শামিকে শমন পাঠাল আলিপুর আদালত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

বুধবারই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে ভারতীয় দলে ডাক পেয়েছেন মহম্মদ শামি৷ এই সুখবরের সঙ্গে এল আরেকটি দুঃসংবাদও৷ কারণ এদিনই শামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে তাঁকে শমন পাঠাল আলিপুর আদালত৷

গত মে মাসে ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে দু’টি চেক স্ত্রী হাসিনের হাতে দিয়ে গিয়েছিলেন শামি। বলেছিলেন, নিজের গাড়ির কিস্তির টাকা মেটানো ও সংসার চালানোর খরচ এই চেক ভাঙিয়েই তুলতে পারবেন হাসিন।সেইমতোই প্রথম চেক ভাঙিয়ে শামির বিএমডব্লু গাড়ির কিস্তির টাকা মিটিয়েছিলেন হাসিন। বাকি ছিল সংসার খরচের জন্য আরও একটি এক লক্ষ টাকার চেক।কিন্তু সেটি বাউন্স করে।কারণ সেই চেক ভাঙানোর কয়েকদিন আগেই ভারতীয় পেসার ‘স্টপ পেমেন্ট’ করে দিয়েছিলেন বলে জানান ব্যাংককর্মীরা। এরপরই এ বিষয়ে লিখিত অভিযোগ জানান হাসিন। সেই অভিযোগের ভিত্তিতেই শামিকে তলব করে আলিপুর আদালত। আগামী ২০ সেপ্টেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে এই সংক্রান্ত নোটিসও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top