নিউজ ডেস্ক , ২৭ জুলাই ২০২১: করোনা আবহে শুরু হয়েছে টি টোয়েন্টি ম্যাচ। তবে এরই মধ্যে করোনা থাবা বসলো ম্যচে। তার জেরেই আপাতত স্থগিত করে দেওয়া হল টি টোয়েন্টি ম্যাচ। আজ , টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনার থাবা গ্রাস করলো।
বিসিসিআই একটি টুইটের মাধ্যমে এই খবরটি প্রকাশ করেছেন। যেখানে লেখা রয়েছে করোনা আক্রান্ত হয়েছেনা ক্রুনাল পান্ডিয়া। এর জেরে স্থগিত হয়ে গেল ভারত শ্রীলংকা টি টোয়েন্টি ম্যাচ।
https://twitter.com/BCCI/status/1419972701490384899
এখানেই শেষ নয় , ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রন্ত হওয়ায় গোটা ভারতীয় দল কে যেতে হয়েছে আইসোলেশনে। একইসঙ্গে শ্রীলঙ্গার গোটা দলকেও যেতে হয়েছে আইসোলেশনে। টিমের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে। যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলেই খেলা আবার শুরু হবে বলেই জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে।