নিজস্ব সংবাদদাতা ১৩ জানুয়ারি ২০২০উত্তর দিনাজপুর:চাকুরির প্রতিশ্রুতি দিয়ে তিস্তা প্রকল্পের জন্য সরকার জমি নিয়েছিল কিন্তু সেইসব জমিদাতারা আজও চাকুরি পায়নি। স্থায়ী চাকুরির দাবিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর তিস্তা ব্যারেজ প্রকল্পের অফিসে ডেপুটেশন দিল জমিদাতারা।
অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী বিধানসভা ভোট বয়কট এবং কোভিড ভ্যাকসিন না নেওয়ার হুমকি দিলেন আন্দোলনকারী জমিদাতারা৷ জমিদাতাদের এই আন্দোলনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিগত বামফ্রন্ট সরকার উত্তরবঙ্গের কৃষকদের চাষবাসের সহায়তার জন্য তিস্তা নদীর জল নিয়ে সুবিশাল এক জনমুখী প্রকল্প হাতে নিয়েছিলেন। কৃষকদের সেচের ব্যাবস্থার জন্য গ্রহন করা তিস্তা ব্যারেজ প্রকল্প। সেই তিস্তা প্রকল্পের জন্য কৃষকদের কাছ থেকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমি নিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু জমিদাতারা আজও পায়নি তিস্তা প্রকল্পের সরকারি চাকুরি। এবার তিস্তা প্রকল্পে স্থায়ী চাকুরির দাবিতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের জমিদাতারা। বুধবার ইসলামপুর তিস্তা প্রকল্পের অফিসে স্থায়ী চাকুরির দাবিতে ডেপুটেশন দিলেন জমিদাতারা। তাঁদের হুমকি, অবিলম্বে স্থায়ী চাকুরি না দিলে আগামী বিধানসভা নির্বাচনের ভোট বয়কট করার পাশাপাশি কোভিড ভ্যাকসিন বাতিল করবেন তাঁরা।