স্নানের পোশাকে গায়ে রোদ লাগানো অবস্থায় লেন্সবন্দি নুসরাত

স্নানের পোশাকে গায়ে রোদ লাগানো অবস্থায় লেন্সবন্দি নুসরাত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
স্নানের

স্নানের পোশাকে গায়ে রোদ লাগানো অবস্থায় লেন্সবন্দি নুসরাত। দিগন্ত বিস্তৃত সমুদ্রতট। টলিপাড়ার হাঁকডাক থেকে দূরে অবসর যাপন। স্নানপোশাকে গায়ে রোদ। খোলা চুলে খেলেছে নোনা হাওয়া। ঠোঁটে লাল লিপস্টিক। চোখ ঢেকেছে রোদচশমায়। চেনা ছকের খানিক বাইরে লেন্সবন্দি নুসরাত জাহান। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেই ফের শিরোনামে সাংসদ-অভিনেত্রী।

 

 

স্নানপোশাকের উপর ক্রুশের কাজ করা সাদা রঙের ছোট জামায় কিছু ঢাকা, কিছু খোলা বাসন্তী নুসরাত। ছবি দিয়ে লিখেছেন, ‘আমাকে সমুদ্রের কাছে ফিরিয়ে নিয়ে চল।’ অর্থাৎ ছুটি কাটিয়ে নয় বরং বেড়াতে যাওয়ার পুরনো ছবি দিয়েই আপাতত সন্তুষ্ট থাকছেন ব্যস্ত অভিনেত্রী। বাড়িতে একরত্তি ছেলে, বাইরে পেশাগত একাধিক দায়িত্ব— সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই নুসরাতের। গত ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে তার ‘স্বস্তিক সংকেত’। আপাতত হাতে একগুছ ছবির কাজ।

 

আর ও পড়ুন    প্রতিবন্ধী পরিবারের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ

 

উল্লেখ্য, স্নানের পোশাকে গায়ে রোদ লাগানো অবস্থায় লেন্সবন্দি নুসরাত। দিগন্ত বিস্তৃত সমুদ্রতট। টলিপাড়ার হাঁকডাক থেকে দূরে অবসর যাপন। স্নানপোশাকে গায়ে রোদ। খোলা চুলে খেলেছে নোনা হাওয়া। ঠোঁটে লাল লিপস্টিক। চোখ ঢেকেছে রোদচশমায়। চেনা ছকের খানিক বাইরে লেন্সবন্দি নুসরাত জাহান। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেই ফের শিরোনামে সাংসদ-অভিনেত্রী।

 

স্নানপোশাকের উপর ক্রুশের কাজ করা সাদা রঙের ছোট জামায় কিছু ঢাকা, কিছু খোলা বাসন্তী নুসরাত। ছবি দিয়ে লিখেছেন, ‘আমাকে সমুদ্রের কাছে ফিরিয়ে নিয়ে চল।’ অর্থাৎ ছুটি কাটিয়ে নয় বরং বেড়াতে যাওয়ার পুরনো ছবি দিয়েই আপাতত সন্তুষ্ট থাকছেন ব্যস্ত অভিনেত্রী। বাড়িতে একরত্তি ছেলে, বাইরে পেশাগত একাধিক দায়িত্ব— সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই নুসরাতের। গত ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে তার ‘স্বস্তিক সংকেত’। আপাতত হাতে একগুছ ছবির কাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top