মঙ্গলবার থেকে শুরু হল মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল। মহিষাদল রাজ কলেজের সুইমিংপুল ছাড়াও পাশাপাশি আরও চারটি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হল। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত তিন দিন ধরে ১৭ টি ইভেন্টে প্রায় ১৫০০প্রতিযোগী অংশগ্রহণ করছে। তীরন্দাজি খেলার বাছাইপর্ব হবে ন্যাশনালে খেলার জন্য মহিষাদল স্পোর্টস ফেস্টিভাল থেকে।
তীরন্দাজি খেলা ছাড়া রয়েছে সাঁতার, অ্যাথলেটিকস, ফুটবল, বায়াথালিন,টায়াথেলিন, লাইভ সেভিং সুইমিং প্রতিযোগিতা। লাইভ সেভিং সুইমিং খেলাটি নুতন ২০২৮সালের অলিম্পিকে ঢোকানো হয়েছে। যা মহিষাদল থেকে ট্রেনিং নিয়ে ন্যাশনালে সুযোগ পাওয়ার আশাবাদী মহিষাদল স্পোর্টস ফেস্টিভাল। অপরদিকে মহিষাদল রাজ কলেজে শুরু হয়েছে খেলাধুলার মানোন্নয়নের আন্তর্জাতিক সেমিনার।
মহিষাদল স্পোর্টস ফেস্টিভালের অতিথিদের নিয়ে মূল উদ্বোধন হয় সন্ধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, অলিম্পিক ক্রীড়াবিদ জহর দাস, ফেস্টিভালের সভাপতি হরিপদ মাইতি, শান্তি গোপাল চক্রবর্তী, প্রধান উপদেষ্টা বিখ্যাত সাঁতারু কোচ বিখ্যাত সাঁতারু কোচ ও দ্রোণাচার্য পুরস্কার প্রাপক তপন কুমার পানিগ্রাহী, কঙ্কন কুমার পানিগ্রাহী, সমাজসেবী সমাজসেবী মোজাফফর ত্রিদেব হাজরা প্রমূখ অতিথিরা উপস্থিত ছিলেন।
আর ও পড়ুন অযোধ্যা পাহাড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন
উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হল মহিষাদল স্পোর্টস ফেস্টিভাল। মহিষাদল রাজ কলেজের সুইমিংপুল ছাড়াও পাশাপাশি আরও চারটি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হল। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত তিন দিন ধরে ১৭ টি ইভেন্টে প্রায় ১৫০০প্রতিযোগী অংশগ্রহণ করছে। তীরন্দাজি খেলার বাছাইপর্ব হবে ন্যাশনালে খেলার জন্য মহিষাদল স্পোর্টস ফেস্টিভাল থেকে।
তীরন্দাজি খেলা ছাড়া রয়েছে সাঁতার, অ্যাথলেটিকস, ফুটবল, বায়াথালিন,টায়াথেলিন, লাইভ সেভিং সুইমিং প্রতিযোগিতা। লাইভ সেভিং সুইমিং খেলাটি নুতন ২০২৮সালের অলিম্পিকে ঢোকানো হয়েছে। যা মহিষাদল থেকে ট্রেনিং নিয়ে ন্যাশনালে সুযোগ পাওয়ার আশাবাদী মহিষাদল স্পোর্টস ফেস্টিভাল। অপরদিকে মহিষাদল রাজ কলেজে শুরু হয়েছে খেলাধুলার মানোন্নয়নের আন্তর্জাতিক সেমিনার।
মহিষাদল স্পোর্টস ফেস্টিভালের অতিথিদের নিয়ে মূল উদ্বোধন হয় সন্ধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, অলিম্পিক ক্রীড়াবিদ জহর দাস, ফেস্টিভালের সভাপতি হরিপদ মাইতি, শান্তি গোপাল চক্রবর্তী, প্রধান উপদেষ্টা বিখ্যাত সাঁতারু কোচ বিখ্যাত সাঁতারু কোচ ও দ্রোণাচার্য পুরস্কার প্রাপক তপন কুমার পানিগ্রাহী, কঙ্কন কুমার পানিগ্রাহী, সমাজসেবী সমাজসেবী মোজাফফর ত্রিদেব হাজরা প্রমূখ অতিথিরা উপস্থিত ছিলেন।