দিল্লি – তথাকথিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর আশ্রম থেকে বিপুল পরিমাণে ‘নিষিদ্ধ’ সামগ্রী উদ্ধার করেছে দিল্লি পুলিশ। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে ছিল একটি যৌন খেলনা (সেক্স টয়) এবং অশ্লীল ভিডিও সম্বলিত একাধিক পর্ন সিডি, যা তাঁর অসংযত ও কুকর্মে ভরা জীবনযাত্রার প্রমাণ বহন করছে।
৬২ বছর বয়সী এই স্বঘোষিত বাবা নিজেকে রাষ্ট্রপুঞ্জের দূত হিসেবে পরিচয় দেওয়ার জন্য জাল ছবি ব্যবহার করতেন। এ ছাড়া নারী পাচার এবং অন্তত ১৭ জন মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি আগ্রার এক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন।
স্বঘোষিত ধর্মগুরুর আশ্রম থেকে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার
স্বঘোষিত ধর্মগুরুর আশ্রম থেকে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার
																			
										Facebook									
																	
													
																			
										Twitter									
																	
													
																			
										LinkedIn									
																	
													
																			
										Email									
																	
													
																			
										WhatsApp									
																	
													
																			
										Print									
																	
													
																			
										Telegram									
																	
													 
								





 
															













 
															 
															