মমতাকে সরিয়ে একজন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, শুভেন্দুর নাম না করে পাগল বললেন – ফিরহাদ

মমতাকে সরিয়ে একজন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, শুভেন্দুর নাম না করে পাগল বললেন – ফিরহাদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মমতা বন্দ্যোপাধ্যায় কোন একজন ব্যাক্তির নাম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংগ্রামের নাম, একজন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে সেটা পাগলের প্রলাপ মাত্র, পাগলে কিনা খায় ছাগলে কিনা বলে সুভেন্দু অধিকারি কে নাম না করে আক্রমন করলেন রাজ্যের পুর-নগরউন্নায়ন, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার জঙ্গিপুর রবীন্দ্রভবনে ২১ জুলায়ের প্রস্তুতি সভায় যোগ দিয়ে ঠিক এমনি মন্তব্য করেন তিনি। এদিন তিনি কড়া ভাষায় নাম না করে সুভেন্দু অধিকারি কে পাগল বলে বর্ননা দেন। পাসাপাসি কংগ্রেস সিপিএম সহ কেন্দ্রের বিজেপি সরকার ও বিজেপির কড়া সমালোচনা করেন ববি হাকিম। এদিন জঙ্গিপুরে ২১ জুলায়ের নির্মম ভাবে পুলিসের গুলি চালনা ও সিপিএমের বর্বরোচিত হত্যা কান্ডের বর্ননা দিতে গিয়ে ফিরহাদ হাকিম বাম সরকার কে তুলোধুনা করেন।

 

পাসাপাসি তিনি ২১ জুলায়ের শহিদ দিবসের দিনে ধর্মতলায় দলে দলে শহিদ দিবস পালনের জন্য সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বলেন আমরা সিপিএম কে সরিয়েছি এবার আমাদের বড় লড়াই ২০২৪ এ বিজেপিকে সরাতে হবে। মনে রাখতে হবে এবারের লড়ায় বড় লড়াই। এদিন দেশ জুড়ে পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের দাম একের পর বৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন।

আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, হুঁশিয়ারি দেবদাস মন্ডলের

এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতি মন্ত্রী আখরুজ্জামান, প্রাক্তন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহামান, মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি কানাইনাল মন্ডল,সহ সুতি, সামসেরগঞ্জ ফরাক্কা,খড়গ্রাম, লালগোলার বিধায়ক সহ বিভিন্ন ব্লকের সাংগঠনিক তৃনমুল নেতৃত্বরা।

 

এদিন ভাষন দিতে গিয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেন, বিজেপি ধর্মীয় বাতাবরন সৃষ্টি করে গোটা দেশ টাকে ধংসের পথে ঠেলে দিয়েছে। বিজেপির হাত থেকে দেশ কে বাঁচাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম নিরপেক্ষ মুখ হিসাবে ভারতবর্ষে একজন পারেন বিজেপি কে সরাতে তিনি আর কেউ নন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  স্বপ্ন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top