স্বপ্নাদেশের অষ্টমঙ্গলা কালীপূজা অনুষ্ঠিত হল চোপড়ার প্রেমচাঁদ গছে

স্বপ্নাদেশের অষ্টমঙ্গলা কালীপূজা অনুষ্ঠিত হল চোপড়ার প্রেমচাঁদ গছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্বপ্নাদেশের অষ্টমঙ্গলা কালীপূজা অনুষ্ঠিত হল চোপড়ার প্রেমচাঁদ গছে। শারদীয়া দুর্গা পূজার পর কালী পূজার আট দিন পর নিষ্ঠার সঙ্গে এক ভিন্ন কালী পূজায় মাতলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের প্রেমচাঁদ গছ এলাকার মানুষ। প্রেমচাঁদ গছ অস্ট মঙ্গলা পূজা কমিটির ৩৮ তম বর্ষের এই অষ্ট মঙ্গলা কালী পূজা অনুষ্ঠিত হয় সোমবার রাত্রে। এই পুজোকে ঘিরে এলাকায় এক ভিন্ন উন্মাদনা লক্ষ্য করা যায়। পূজা কমিটির পক্ষে শ্রীবৎস সিংহ,অন্তলাল সিংহ,ধ্রুব চরণ সিংহ এবং শিপলক সিংহ রা জানান , এই এলাকায় দুর্গাপূজা হয় না। এবং বড় কোন কালী পূজাও হয় না।

 

একমাত্র তাদের অষ্টমঙ্গলা কালী পূজা নিষ্ঠার সঙ্গে পালন করেন ১০-১২ টি গ্রামের মানুষ। জানা গেছে,এলাকার প্রবীন বাসিন্দা চেতন রাম সিংহ স্বপ্নাদেশ পেয়ে দীপাবলির কালী পূজার আট দিন পর এই পূজা শুরু করেন। তাই এই কালী পূজার নাম অষ্টমঙ্গলা কালীপূজা। এছাড়াও অতীতে এখানে তিন দিন ব্যাপী পাঁচালী পালাটিয়া গানের প্রতিযোগিতার আসর বসত।

 

কিন্তু পরবর্তীতে চোপড়া এলাকায় পুরনো গানের দলগুলি হারিয়ে যায়। তাই এলাকার পুরনো লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগে এখানে দুইদিন ব্যাপী পালা গানের আসরের আয়োজন করা হয়। পুরনো প্রথা মেনে বুধবার থেকে দুই দিনব্যাপী চলবে পালা গানের আসর। আজ মঙ্গলার সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রীবৎস সিংহ জানান, এবারে জলপাইগুড়ির হলদিবাড়ি থেকে পালা গানের দল আসবে। গানের আসর কে কেন্দ্র করে এখানে মেলাও বসে। মঙ্গলবার সকাল থেকেই বহু দুর দূরান্তের দোকানিরা দোকান সাজাতে শুরু করেছে।

আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার

উল্লেখ্য, শারদীয়া দুর্গা পূজার পর কালী পূজার আট দিন পর নিষ্ঠার সঙ্গে এক ভিন্ন কালী পূজায় মাতলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের প্রেমচাঁদ গছ এলাকার মানুষ। প্রেমচাঁদ গছ অস্ট মঙ্গলা পূজা কমিটির ৩৮ তম বর্ষের এই অষ্ট মঙ্গলা কালী পূজা অনুষ্ঠিত হয় সোমবার রাত্রে। এই পুজোকে ঘিরে এলাকায় এক ভিন্ন উন্মাদনা লক্ষ্য করা যায়। পূজা কমিটির পক্ষে শ্রীবৎস সিংহ,অন্তলাল সিংহ,ধ্রুব চরণ সিংহ এবং শিপলক সিংহ রা জানান , এই এলাকায় দুর্গাপূজা হয় না। এবং বড় কোন কালী পূজাও হয় না।

 

একমাত্র তাদের অষ্টমঙ্গলা কালী পূজা নিষ্ঠার সঙ্গে পালন করেন ১০-১২ টি গ্রামের মানুষ। জানা গেছে,এলাকার প্রবীন বাসিন্দা চেতন রাম সিংহ স্বপ্নাদেশ পেয়ে দীপাবলির কালী পূজার আট দিন পর এই পূজা শুরু করেন। তাই এই কালী পূজার নাম অষ্টমঙ্গলা কালীপূজা। এছাড়াও অতীতে এখানে তিন দিন ব্যাপী পাঁচালী পালাটিয়া গানের প্রতিযোগিতার আসর বসত।

 

কিন্তু পরবর্তীতে চোপড়া এলাকায় পুরনো গানের দলগুলি হারিয়ে যায়। তাই এলাকার পুরনো লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগে এখানে দুইদিন ব্যাপী পালা গানের আসরের আয়োজন করা হয়। পুরনো প্রথা মেনে বুধবার থেকে দুই দিনব্যাপী চলবে পালা গানের আসর। আজ মঙ্গলার সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top