জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথেলনে সোনা জিতে ২১ বছর বয়সী স্বপ্না বর্মন আবদার করেছিলেন, “এক জোড়া জুতো পেলে ভাল হয়।” দুই পায়ে মোট বারোটা আঙুল, তাই স্বপ্নার দরকার বিশেষ ভাবে তৈরি জুতো। আর সেই ব্যাপারে সাহায্যের জন্য এগিয়ে এসেছে চেন্নাইয়ের এক সংস্থা। ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি নামে রেলওয়ে কোচ প্রস্তুতকারক সেই সংস্থা অ্যাথলিটদের আর্থিক সাহায্যও করে থাকে।
স্বপ্নার দরকার বিশেষ ভাবে তৈরি জুতো
স্বপ্নার দরকার বিশেষ ভাবে তৈরি জুতো
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram