মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ, বন্ধ স্পিনিং মিলে বসছে সুসংহত টেক্সটাইল হাব

মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ, বন্ধ স্পিনিং মিলে বসছে সুসংহত টেক্সটাইল হাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ, বন্ধ স্পিনিং মিলে বসছে সুসংহত টেক্সটাইল হাব। বিগত ২০২১ সালের ডিসেম্বর মাসের ৭ তারিখ রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত অডিটোরিয়ামে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জেলার বিভিন্ন সমস্যা সমাধানের সময় উত্তর দিনাজপুর জেলার একমাত্র সরকারি শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত দি ওয়েষ্ট দিনাজপুর স্পিনিং মিল লিমিটেডের পরিকাঠামোতে টেক্সটাইল হাব তৈরির কথা ঘোষণা করেন। সেই ঘোষণার রেশ টেনে উদ্যোগী হয় জেলা শিল্প দপ্তর।

 

ইতিমধ্যেই বাংলার তাঁতের জগতের উল্লেখযোগ্য নাম তন্তুজের তত্ত্বাবধানে রায়গঞ্জে এসে পৌছেছে বেশ কিছু সরঞ্জাম। এমনটাই জানালেন জেলা শিল্প আধিকারিক সুনীল চন্দ্র সরকার। জানা গেছে, বেশ কয়েক বছর আগে অলাভজনক শিল্পের তকমা নিয়ে বন্ধ হয়ে যায় রায়গঞ্জের বোগ্রামে অবস্থিত দি ওয়েষ্ট দিনাজপুর স্পিনিং মিলস লিমিটেড। সেই বন্ধ কারখানার মোট জমির পরিমান ৩৩.৫৭ একর। সেই জমি ইতিমধ্যেই হস্তান্তরিত হয়েছে ওয়েষ্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট বোর্ডের নামে।

 

পুরোনো কারখানার প্রধান বিল্ডিংয়ে পাওয়ারলুম কারখানা হবে বলে জানালেন জেলা শিল্প আধিকারিক সুনীল চন্দ্র সরকার। তিনি বলেন, এই টেক্সটাইল পার্কে সরকার অধিগৃহীত কোম্পানি তন্তুজ তাদের পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে। যেখানে মোট ৪৮ টি মেশিন বসাবেতন্তুজ। ইতিমধ্যে ১২ টি মেশিন এসেও পৌঁছেছে। এছাড়াও এই টেক্সটাইল পার্কে বেসরকারী কোম্পানী যাতে বিনোয়োগ করে, সেই বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন – মানুষের হয়ে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী

এদিন সেই রায়গঞ্জ ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক গড়তে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের জমি ও কারখানার জায়গা পরিদর্শন করে গেলেন রাজ্যের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে ছিলেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের আধিকারিক সুনীল সরকার, জয়েন্ট ডিরেক্টর টেক্সটাইল শংকর সরকার, জয়েন্ট ডিরেক্টর এম এস এম ই সৈকত দত্ত, এবং তাম্রলিপ্ত কো-অপারেটিভ স্পিনিং মিলস লিমিটেডের টেকনিক্যাল এক্সপার্ট অজয় দে সরকার। স্বপ্ন পূরণ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top