স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আলিঙ্গন করে বন্ধুত্বের বন্ধনে মোদীকে জড়িয়ে ধরলেন ইম্য়ানুয়েল ম্যাক্রোঁ। তিনদিনের বিদেশ সফরের শেষ দিনে বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানেই ফ্রেমবন্দি হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্য়ানুয়েল ম্যাক্রোঁ ও মোদির বন্ধুত্বের চিত্র। প্রথম জন ভারতের লাগাতার দুবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দ্বিতীয় জন প্রথম জনের মতোই দীর্ঘ বছরের রেকর্ড ভেঙে পর পর দ্বিতীয়বার বসেছেন রাষ্ট্রপ্রধানের পদে।
প্যারিস পৌঁছনোর পরই তাঁকে অভ্যর্থনা জানান ম্যাক্রোঁ। মোদীও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আলিঙ্গন করেন ফরাসী রাষ্ট্রনেতাকে। একটুও অপ্রস্তুত না হয়ে পালটা বন্ধুত্বের বন্ধনে মোদীকে জড়িয়ে ধরেন ম্যাক্রোঁও। টুইটারে সেই ছবিই পোস্ট করেছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর।
আরও পড়ুন- ফের প্রাতঃভ্রমণণে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ
আলাপচারিতার পর বেশ কিছুক্ষণ ম্যাক্রোঁ দম্পতির সঙ্গে হালকা মেজাজে সময় কাটাতে দেখা যায় মোদীকে। এই আনুষ্ঠানিক আলাপ পর্বের আগেই অবশ্য মোদীকে স্বাগত জানান প্যারিসে বসবাসকারী ভারতীয়রা। তাঁদের একেবারে নাগালে পৌঁছে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অটোগ্রাফ থেকে হাসি মুখে কুশল বিনিময়, সবই চলে বেশকিছু ক্ষণ। তবে এসব কিছুর মাঝেও যেন একটা দিক অচল রয়েই গেছে।
কারণ, মোদীর ফ্রান্স সফরের আগের দিনই ফরাসি সংস্থা Naval Group জানিয়ে দেয়, তারা ভারত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট P-75 প্রকল্পে কাজ করতে পারবে না। এই প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে তারা। তবে এসব কিছুর প্রভাব পড়েনি মোদী ও ম্যাক্রোঁর আলাপচারিতায়। কারন মোদী বা ম্যাক্রোঁ কাউকে দেখেই মনে হয়নি, তাঁরা আদৌ বিষয়টি নিয়ে খুব গুরুতর কিছু ভাবনা চিন্তা করছেন।