নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১১ জানুয়ারি, সোনারপুরের বিবেকানন্দ পল্লীতে স্বর্ণব্যবসায়ীকে তার বাইক থেকে ফেলে দিয়ে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৄতিরা৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে৷ স্বর্ণব্যবসায়ী অভিযোগ করেন, চুরি করতে বাধা দিলে শুন্যে গুলি চালানো হয়৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়৷
বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের বাড়ির সামনেই এই ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের৷জানা গিয়েছে, স্বর্ণব্যবসায়ী ভোলানাথ পাল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন৷ তার ব্যাগে একলক্ষ টাকা ছিল৷ বাড়ির কাছাকাছি আসতেই তার উপর হামলা হয় ও তার টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৄতিরা৷ একটি বাইকে তিনজন দুষ্কৄতি ছিল এমনটাই জানান তিনি। খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ বছর দুয়েক আগে সোনারপুরে দোকানে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেইসময় বাধা দিলে গুলিতে মৄত্যু হয় এক স্বর্ণব্যবসায়ীর৷ ফের এক স্বর্ণব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে৷



















