শাড়িতেই চমক দিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা। নিজের পোশাক-আশাক নিয়ে মাঝেমধ্যে বিতর্কের মুখে পড়তে হয় টলিউডের ‘হট’ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। পর্দায় খোলামেলা হাজির হতে দ্বিধা নেই তার। অনেক চলচ্চিত্রে তাকে খোলামেলা পোশাকে দেখা যায়। তবে শাড়িবেশী পছন্দ তার। আর শাড়িতেই যেনো তাকে বেশি মানায়। এবার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে নেটমাধ্যমে ছবি শেয়ার করলেন স্বস্তিকা।
ইনস্টাগ্রামে তার বেশ কিছু ছবি দৃষ্টি কপালে তুলতে বাধ্য করছে ভক্তদের। শাড়িতে এভাবে স্বস্তিকাকে মানায় বলেই হয়তো অনেকে তাকে ‘শাড়ি গার্ল’ বলে সম্বোধন করেন। স্বস্তিকার সংগ্রহে শাড়ির সংখ্যাও নিতান্ত কম নয়। এতে বলাই যায় যে, তিনি শাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিভিন্ন অনুষ্ঠানে তাকে শাড়ি পরে অংশ নিতে প্রায়ই দেখা যায়।
আর ও পড়ুন বিয়েতে লক্ষ টাকার মেহেদি পরবেন ক্যটরিনা
এবার স্বাস্তিকা যে জামদানি পরেছেন, সেটি রঙের গুণেও ঐতিহ্যবাহী। শাদা জামদানির পাড়ে লাল ও হলুদ ছড়ানো- সব মিলিয়ে অসাধারণ লাগছে স্বস্তিকাকে। ছবি দেখে স্বস্তিকার গুনমুগ্ধ অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
উল্লেখ্য, শাড়িতেই চমক দিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা। নিজের পোশাক-আশাক নিয়ে মাঝেমধ্যে বিতর্কের মুখে পড়তে হয় টলিউডের ‘হট’ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। পর্দায় খোলামেলা হাজির হতে দ্বিধা নেই তার। অনেক চলচ্চিত্রে তাকে খোলামেলা পোশাকে দেখা যায়। তবে শাড়িবেশী পছন্দ তার। আর শাড়িতেই যেনো তাকে বেশি মানায়। এবার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে নেটমাধ্যমে ছবি শেয়ার করলেন স্বস্তিকা। ইনস্টাগ্রামে তার বেশ কিছু ছবি দৃষ্টি কপালে তুলতে বাধ্য করছে ভক্তদের।
শাড়িতে এভাবে স্বস্তিকাকে মানায় বলেই হয়তো অনেকে তাকে ‘শাড়ি গার্ল’ বলে সম্বোধন করেন। স্বস্তিকার সংগ্রহে শাড়ির সংখ্যাও নিতান্ত কম নয়। এতে বলাই যায় যে, তিনি শাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিভিন্ন অনুষ্ঠানে তাকে শাড়ি পরে অংশ নিতে প্রায়ই দেখা যায়। এবার স্বাস্তিকা যে জামদানি পরেছেন, সেটি রঙের গুণেও ঐতিহ্যবাহী। শাদা জামদানির পাড়ে লাল ও হলুদ ছড়ানো- সব মিলিয়ে অসাধারণ লাগছে স্বস্তিকাকে। ছবি দেখে স্বস্তিকার গুনমুগ্ধ অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।