
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- স্বাধীনতা দিবসের দিনই বিজেপির ঘর ভাঙলো তৃণমূল, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের শতাধিক বিজেপি কর্মী রাজ্যের শাসকদলে যোগদান করলেন বলে দাবি তৃণমূলের। শনিবার মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সভায় ওই যোগদান শিবির হয়েছে। মথুরা গ্রাম পঞ্চায়েত প্রধান অনিল মন্ডল জানান, স্থানীয় বিজেপি নেতা স্বপন দাস ও রামপদ দাসের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেন।



















