নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান:- কোক ওভেন থানা এলাকার ৪৩ নং ওয়ার্ডের নডিহা গ্রাম এবং বাঁকুড়া জেলার বড়জোড়া থানা এলাকার মানার রামকৃষ্ণ পল্লীর মাঝে এক খেলার মাঠকে কেন্দ্র করে মাস খানেক ধরেই চলছে দুই এলাকার ঝামেলা। নডিহা গ্রামের মানুষের বক্তব্য, সেই মাঠ তাদের এলাকার, কিন্তু অন্যদিকে বড়জোড়া থানা এলাকার রামকৃষ্ণ পল্লির মানুষের বক্তব্য এই মাঠ তাদের এলাকার। গতকাল দুই থানার পক্ষ থেকে এই মাঠে কোনো রকম খেলা ধূলা বা কোনো অনুষ্ঠান করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে রামকৃষ্ণ পল্লির কিছু যুবক স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করার পর মাঠে জমায়েত করে বলে অভিযোগ, পাল্টা নডিহা গ্রামের বাসিন্দারা প্রতিবাদ করলে সংঘর্ষ জড়িয়ে পড়ে। দুই গ্রামের বাসিন্দাদের অভিযোগ দুই থানার পুলিশের সামনেই চলে মারামারি। এই ঘটনায় মহিলা সহ প্রায় ২৪ জনের মত আহত হয়। বেশ কয়েকটা বাড়ি ভাঙচুর হয়। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
স্বাধীনতা দিবসের দিনে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৪
স্বাধীনতা দিবসের দিনে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৪
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram