নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর:- স্বাধীনতা দিবসের দিনে নাশকতামূলক ঘটনা এড়াতে এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে জেলার বাসিন্দাদের স্বাধীনতা দিবস উদযাপন করাতে উত্তর দিনাজপুর জেলায় শুরু হয়েছে জোরদার পুলিশি নজরদারি ও নাকা চেকিং । যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর জেলা পুলিশ। ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং। একইভাবে জেলায় থাকা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য বিএসএফ কর্তাদের সাথে যোগাযোগ করেছে জেলা প্রশাসন। সীমান্তসংলগ্ন গ্রামগুলোতেও চলছে পুলিশের টহলদারি। জনবহুল এলাকায় সাদা পোশাকের পুলিশও নজরদারি চালাচ্ছে।
উত্তর দিনাজপুর জেলার ২২৫ কিলোমিটার জুড়ে রয়েছে আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমারেখা। একদিকে রয়েছে আন্ত রাজ্য বাংলা-বিহার সীমানা। উত্তরবঙ্গের করিডর হিসেবে উল্লেখিত উত্তর দিনাজপুর জেলায় নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালনের জন্য তৎপর রয়েছে জেলা পুলিশ প্রশাসন। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে বরাবরই হাইঅ্যালার্ট জারি করা থাকে। বিভিন্ন এলাকায় নজরদারি বাড়াতে জোর তৎপরতা শুরু হয়েছে। সাদা পোশাকের পুলিশ, স্নিফার ডগের মাধ্যমে বিভিন্নভাবে নজরদারি চালানো হচ্ছে। স্বাধীনতা দিবসের দিনে জেলায় কোনও ধরনের নাশকতামূলক কাজকর্ম এড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও করোনা সংক্রমণে লকডাউন পরিস্থিতিতে বহিরাগত মানুষদের যাওয়া-আসা কম । সে ক্ষেত্রে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁতেও পুলিশের নজর রয়েছে। পাশাপাশি শহরের যেসব জায়গায় সিসিটিভি মোতায়েন রয়েছে, সেখান থেকে মনিটরিং করে দেখা হচ্ছে বলে সূত্রের খবর ।