আফগান স্ত্রীর খোঁজ না পেয়ে কলকাতায় চোখের জল ফেলছেন বাঙালি স্বামী

আফগান স্ত্রীর খোঁজ না পেয়ে কলকাতায় চোখের জল ফেলছেন বাঙালি স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আফগান স্ত্রীর খোঁজ না পেয়ে কলকাতায় চোখের জল ফেলছেন বাঙালি স্বামী
ছবি সংগ্রহে ; সাইন টিভি

 

কাবুলিওয়ালার বাঙালি স্বামী বউ সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের গল্প অনেকেই শুনেছেন৷ তালিবান শাসনের যে ভয়ঙ্কর বর্ণনা নিজের বইতে তুলে ধরেছিলেন সুস্মিতাদেবী, আজ তার বাস্তব রূপ টিভি-তে দেখছে গোটা বিশ্ব৷ আর যতবারই কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের ছবি টিভি-র পর্দায় দেখছেন, আতঙ্কে বুক কেঁপে উঠছে দমদম নাগেরবাজারের বাসিন্দা সুব্রত দত্তের৷ কারণ সুব্রতবাবুর আফগান স্ত্রী এই মুহূর্তে কাবুলেই রয়েছেন৷ কিন্তু কাবুলে তালিবানদের তাণ্ডব শুরু হওয়ার পরই স্ত্রীর সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন সুব্রতবাবুর৷ ফলে, স্ত্রীর কথা ভেবেই চরম উদ্বেগে রাতের ঘুম উড়েছে স্বামীর!

পেশায় মোটিভেশনাল স্পিকার সুব্রতবাবু কলকাতা পুলিশের একাধিক সেমিনারে অংশ নিয়েছেন৷ কর্মসূত্রে বেশ কয়েকবার আফগানিস্তানেও গিয়েছেন তিনি৷ সেখানেই কাবুলের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পরিচয় এবং প্রেম৷ বছর পাঁচেক সেই আফগান তরুণীকেই বিয়ে করেন সুব্রতবাবু৷ বাঙালি স্বামী- আফগান স্ত্রী মিলে এর পর থেকে কলকাতায় সুখেই সংসার করছিলেন৷

সুব্রত বাবু জানিয়েছেন, গত জুন মাসে পরিবারের সঙ্গে দেখা করতে কাবুল যান তাঁর স্ত্রী৷ কয়েক মাস সেখানেই থাকার কথা ছিল তাঁর৷ স্ত্রী কাবুলে থাকলেও নিয়মিত তাঁর সঙ্গে কথা হত সুব্রতবাবুর৷ তাঁর কথায়, ‘কাবুলে গেলেও আমার স্ত্রী আফগানিস্তানের কোনও নম্বর নেননি৷ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারেই নিয়মিত কথা হত৷ কিন্তু সোমবার থেকে ওর সঙ্গে আর কোনও যোগাযোগই করতে পারছি না৷ স্ত্রী কেমন আছে, কী করছে, কিছুই জানার উপায় নেই৷ হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ পাঠালেও উত্তর পাচ্ছি না৷’

আর ও পড়ুন  ঢাকার আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার সিনেমা (Cinema) হচ্ছে বলিউডে (Bollywood)

প্রতি মুহূর্তেই তালিবানদের দাপটে কাবুলের রাস্তায়, স্বামী বিমানবন্দরে ত্রস্ত মানুষের ছোটাছুটির ছবি টিভি-র পর্দায় ফুটে উঠছে৷ স্ত্রীকে নিয়ে সুব্রতবাবু এতটাই আতঙ্কিত যে তাঁর নাম, পরিচয়ও সংবাদমাধ্যমে জানাতে ভয় পাচ্ছেন তিনি৷ কাবুলে তাঁর স্ত্রীর বেশ কয়েকজন বন্ধুবান্ধবও রয়েছেন৷ তাঁদের সঙ্গেও যোগাযোগ করে স্ত্রীর সন্ধান পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুব্রতবাবু৷

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করে সাহায্য চেয়েছেন তিনি৷ আপাতত স্ত্রী এবং শ্যালিকাকে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনাই লক্ষ্য সুব্রতবাবুর৷ কিন্তু আফগানিস্তানের পরিস্থিতিতে বুক কাঁপছে তাঁর৷ আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন পেশায় মোটিভেশনাল স্পিকার সুব্রতবাবু৷ স্ত্রীক ফিরে পাওয়ার আশা নিয়েই তিনি বলেন, ‘বাবা-মাকে ছোটবেলাতেই হারিয়েছি৷ স্ত্রীরও আমি ছাড়া নিজের বলতে সেরকম কেউ নেই৷ পরস্পরকে আঁকড়ে ধরে জীবন কাটাতে চেয়েছিলাম আমরা৷’ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে স্ত্রী ঠিক ফিরে আসবেন, সেই আশাতেই দিন কাটছে সুব্রত দত্তের৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top