নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ, স্বামীকে বাড়ির ভিতরে তালা দিয়ে উঠানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক মহিলা।ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড বেগুনবাড়ি এলাকায়।গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বলে জানা যায়। বুধবার ভোরে মৃত মহিলার স্বামীর চিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দিলে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।মৃত মহিলার নাম করুনা রুইদাস (বয়স ৪৫)।
মৃতের স্বামী প্রহ্লাদ রুইদাস-এর কথায়, গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে দুজনেই শুয়ে পড়েছিলেন তারপর আর কিছু বুঝতে পারেননি।ভোরবেলা উঠে দরজা খুলতে গেলে দেখে তালা দেওয়া, দুজনেই নিয়মিত মদ্যপান করত বলে স্বীকার করেছেন মৃতের স্বামী।কি কারনে গলায় দড়ি তা নিয়ে ধন্দে সকলেই।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি গোটা এলাকায়।