নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩রা সেপ্টেম্বর :রিমি দাস গত শনিবার শ্বশুর বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ২০১৩ সালে বুলবুল দাসের সাথে বিয়ে হয় রিমির। গত পরশু দিন রাতে গলায় দড়ি দেয়। রিমির বড় বুলবুল এর সাথে গত পরশু কিছু ঝামেলা হয় তার পর গলায় দড়ি দেয়। রিমির পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে মেয়ের উপরে টাকার জন্য অত্যাচার করতো জামাই। মেয়ের বাড়ির লোকের অভিযোগ যে টাকা না পেলে রিমির উপর চলতো মারধর। অন্য মেয়ের সাথে জামাইয়ের সম্পর্ক ছিল মেয়ের বাড়ির অভিযোগ। হাত খরচা থেকে সমস্ত টাকা নিজের বউয়ের কাছ থেকে নিতো এবং শ্বশুর বাড়ির কাছ থেকে নিতো। ইতিমধ্যে পরিবারের লোকজন জামাই বুলবুল দাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পর্ণশ্রী থানা এরেস্ট করেছে।
স্বামীর অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ অভিযোগ পরিবারের , গ্রেপ্তার স্বামী
স্বামীর অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ অভিযোগ পরিবারের , গ্রেপ্তার স্বামী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram