নিজস্ব সংবাদদাতা,ক্যানিং,৭ ই জুন: স্বামীর অবৈধ্য সম্পর্কে বাধা দেওয়ায় বেধড়ক মার স্ত্রীকে।
ক্যানিং থানার এক নম্বর দিঘীর পাড় গ্রামের গৌরি সাহার অভিযোগ আজ থেকে ছয় বছর ধরে স্বামী সুব্রত সাহা অবৈধ্য সম্পর্কে জড়িয়ে পরে এক মহিলার সাথে।স্ত্রী গৌরি প্রতিবাদ করলে জুটতো মারধোর। তাই নিয়ে থানা,পঞ্চায়েত জানিয়ে কোন লাভ হয়নি। এমকি এই ব্যাপারে স্বামী সুব্রত স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিত আর কোন দিন হবে না।বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরি স্বামী সুব্রত সাহা কে কয়েক বার ফোন করলে সুব্রত ফোন না ধরায় গৌরি সুব্রতর প্রেমিকার বাড়িতে চলে আসে।এসে দেখে সুব্রত তার প্রেমিকা ও তার স্বামীর সাথে গল্প করছে তখনি গৌরি সুব্রতকে দুটো চড় মারে।সুব্রত চড় মারতে দেখে সুব্রতর প্রেমিকা ও তার স্বামী গৌরিকে মারধোর করে।গৌরির আরো অভিযোগ তার স্বামী সুব্রত তার দুই হাত ধরে থাকে আর তার প্রেমিকা ও তার স্বামী ঝাটা,শাবল দিয়ে এলো পাতাড়ি মারতে থাকে।সে যখন জ্ঞান হারিয়ে পরে যায় তখন স্থানীয় মানুষজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বামীর অবৈধ্য সম্পর্কে বাধা দেওয়ায় বেধড়ক মার স্ত্রীকে।
স্বামীর অবৈধ্য সম্পর্কে বাধা দেওয়ায় বেধড়ক মার স্ত্রীকে।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram