নিজস্ব সংবাদদাতা,দঃ ২৪ পরগনা ,১লা আগস্ট :স্বামীর অবৈধ্য সম্পর্কের প্রতিবাদে স্ত্রী ও সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর সহ শ্বশুর বাড়ির সদস্য দের বিরুদ্ধে।
স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ঐ দম্পতির এক সাত মাসের শিশু পুত্র ও গুরুতর জখম হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর ১২ নম্বর গরানবোস এলাকায়। অভিযুক্তের নাম রেয়াজউদ্দিন হালদার। ঘটনার পর থেকেই পলাতক সে। স্থানীয় মানুষজন গুরুতর জখম অবস্থায় মা রেহেনা হালদার ও ছেলে রেহান হালদারকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের দুজনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সেখান থেকে শিশুটিকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে পাঠানো হলে রাস্তায় শিশু পুত্র টি মারা যায় আর ক্যানিং মহকুমা হাসপাতালে রেহেনার(২৬)বছর। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়। রেহেনার মা আজমীরা গায়েনের অভিযোগ স্বামী রেয়াজদ্দিন প্রায়ই অশান্তি করতো। মেয়ে কালো বলে তাকে শ্বশুরবাড়িতে গঞ্জনা শুনতে হতো।ইদানিং স্বামী রিয়াজ উদ্দিন অন্য একটি মহিলার সাথে অবৈধ্য সম্পর্ক রাখতে শুরু করে,তাই নিয়ে স্ত্রী রেহেনা প্রতিবাদ করলে তাকেও তার শিশু পুত্র কে গায়ে কেরসিন তেল ঢেলে দেয়। এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ তদন্ত করছে।