১৬ নভেম্বর, “ওগো বধু সুন্দরি”, নিজের স্ত্রীকে এভাবে কোন স্বামী না সম্বোধন করতে চান! আর সাথে যদি থাকে গোলাপ, পরিবেশ-ই সৃষ্টি হবে এক অন্যরকম। এরকম একটা আশা নিয়েই স্বামী আসছিল তার স্ত্রীর কাছে। কিন্তু ঘরে ঢুকেই তো অবাক, স্ত্রী যে পরকীয়ায় ব্যস্ত এক অন্য পুরুষের সঙ্গে। দেখেই স্বামীর গোলাপ পড়ে গেল মাটিতে। স্ত্রীও যখন দেখে তার পরকীয়া ফাঁশ হয়েগেল সে তো ভয়েই জুবুথুবু। একদিকে স্বামী রেগে তাকিয়ে আছে স্ত্রী এর দিকে, অন্যদিকে স্ত্রী ভয়ে ভয়ে তাকিয়ে স্বামীর দিকে। এদিকে প্রেমে মত্ত প্রেমিক খেয়ালই করেনি এসব।
কি হবে এবার! স্বামী-স্ত্রী এর সম্পর্কে কি চিরদিনের মতো বিচ্ছেদ এসে গেল! কি হতে চলেছে এই ত্রিকোন প্রেমের পরিনতি। তা যদিও কেউই জানে না তবে ভাইরাল এই ভিডিও সোশাল মিডিয়ায় আসতেই সকলের মনে বেশ একটা আমোদ সৃষ্টি করেছে।