স্বামীর পরকীয়া ফাঁশ হওয়ায় মাশুল বুনতে হল স্ত্রীকে ওপর

স্বামীর পরকীয়া ফাঁশ হওয়ায় মাশুল বুনতে হল স্ত্রীকে ওপর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১৭ নভেম্বর, বীরভূমের বক্রেশ্বর গোয়ালীয়াড়ার বাসিন্দা পুতুল অংকুর নামে এক মহিলাকে গতকাল রাত্রে ঘুমন্ত অবস্থায় মুখে অ্যাসিড ঢেলে খুন করার অভিযোগ শ্বশুড় বাড়ির বিরুদ্ধে। স্বামীর পরকীয়া ফাঁশ হয়ে যেতেই এমন করেছে স্বামী, এমনটাই অভিযোগ স্ত্রীর।

পম্পা মণ্ডল নামে এক মহিলার সঙ্গে স্বামী বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পুতুল অংকুরের অভিযোগ, পম্পা মণ্ডল এবং পুতুলের স্বামীই তাঁকে নিজের পথ থেকে সরানোর জন্য প্রায়ই অত্যাচার করে পুতুলের উপর। গতকাল রাত্রে পুতুল অংকুর যখন তার এক ছেলে এক মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল সেই সময় ওই মহিলা এসে তার মুখে এবং গোটা শরীরে এসিড ছড়িয়ে দেয়।তারপরে আগুন জ্বালিয়ে দিয়ে ঘরের বাইরে থেকে লক করে দিয়ে পালিয়ে যায়। পাড়া-প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে ঘরে জল দিয়ে আগুন নেভায় পরে ওই মহিলাকে অধরা অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিউড়ি সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন। যদিও অভিযুক্ত স্বামী জীবন অঙ্কুর অভিযোগ অস্বীকার করে বলেন,”আমার দাদা বৌদির সাথে জায়গা নিয়ে একটি বিবাদ চলছিল তার জেরেই ওঁরাই পুতুলকে খুন করার চেষ্টা করেছে। আমি কিছু করি নি।”

ঘটনার পর রবিবার সকালে সিউড়ি সদর হাসপাতাল থেকে দুবরাজপুর থানার পুলিশ, সিউড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে আটক করে অভিযুক্ত স্বামীকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top