স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দঃ ২৪ পরগনা ,৮ ই আগস্ট :স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধে। গত সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত শিখরবালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈরাগী পাড়ায়। মৃতার নাম শকুন্তলা অধিকারী(২১)। ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্বামী সুকুমার অধিকারী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যরা।

 

গত সোমবার রাতে ঐ গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন শকুন্তলার পরিবারের লোকজন। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঐ গৃহবধূকে। সেখানে একদিন চিকিৎসার পর অবশেষে মঙ্গলবার রাতে মৃত্যু হয় ঐ গৃহবধূর। এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা রাম অধিকারী। বুধবার দেহ ময়নাতদন্তের পর গভীর রাতে নিয়ে আসা হয় বারুইপুর দক্ষিণ শাসন অধিকারী পাড়ায় শকুন্তলার বাপের বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top