নিজস্ব সংবাদদাতা,হাসনাবাদ, ২৪ শে মে : স্বামীর বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ করার কথা শুনে স্বামী আত্মঘাতী।।
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টেংরামারী গ্রামের ঘটনা। বছর ৪৫ এ পূর্ণিমা মন্ডল, স্বামী সন্তোষ মন্ডল দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি গন্ডগোল লেগেই থাকতো। গতকাল বৃহস্পতিবার দুপুর বেলায় পূর্ণিমা ও সন্তোষ এর মধ্যে বিবাদ চরমে উঠলে সন্তোষ ঘর থেকে অস্ত্র দিয়ে পূর্ণিমাকে হাতে পায় কোপায় বলে অভিযোগ। টাকি গ্রামীণ হাসপাতাল এ প্রাথমিক চিকিৎসার পরে টেংরা মারি গ্রামে বাপের বাড়ি চলে যায় পূর্ণিমা। স্বামী জানতে পারে পূর্ণিমা নাকি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছে। এই শোনার পর সন্তোষ বৃহস্পতিবার গভীর রাতে বিষ তেল খেয়ে আত্মঘাতী হন। শুধুমাত্র কানে শুনেই স্বামী সন্তোষ যে তার স্ত্রী পূর্ণিমা হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করছে, তার জন্যই আত্মঘাতী হন। মৃত সন্তোষের বিরুদ্ধে হাসনাবাদ থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে মৃতদেহ পাঠানো হয়েছে।
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ করার কথা শুনে আত্মঘাতী স্বামী
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ করার কথা শুনে আত্মঘাতী স্বামী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram