স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হলো স্বাস্থ্য কর্মীর দেহ, এলাকায় চাঞ্চল্য। স্বাস্থ্যকেন্দ্রের একটি ঘর থেকে উদ্ধার হল এক স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ । সোমবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া দু’নম্বর ব্লকের মানকানালি স্বাস্থ্য কেন্দ্রে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত স্বাস্থ্যকর্মীর নাম সুশীল মুখোপাধ্যায় ( ৫৪) ।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ জনিত অসুখে ভুগছিলেন মানকানালি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট সুশীল মুখোপাধ্যায় । চিকিৎসাও চলছিল । অন্যান্যদিনের মতো এদিন হাসপাতাল চত্বরেই থাকা কোয়ার্টার থেকে বেরিয়ে হাসপাতালের কাজে যোগ দিয়েছিলেন ।
হাসপাতালের অন্যান্য কর্মীরা তাঁকে হাসপাতালে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে হাসপাতালের দোতলার একটি ঘরে তাঁর ঝুলন্ত মৃতদেহ নজরে আসে। এরপরই বাঁকুড়া সদর থানায় খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ।
আর ও পড়ুন এবার শাহরুখের ম্যানেজারকে ডেকেছে মুম্বই পুলিশ
বাঁকুড়া দু’নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবজ্যোতি গোস্বামী বলেন, “ কী কারনে এমন ঘটনা ঘটল তা জানিনা । খবর পেয়েই আমি এই হাসপাতালে এসেছি । প্রাথমিক ভাবে আমাদের ধারণা সুশীল মুখোপাধ্যায় আত্মহত্যা করেছেন । তাঁর এই মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত” ।
উল্লেখ্য, স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হলো স্বাস্থ্য কর্মীর দেহ, এলাকায় চাঞ্চল্য। স্বাস্থ্যকেন্দ্রের একটি ঘর থেকে উদ্ধার হল এক স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ । সোমবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া দু’নম্বর ব্লকের মানকানালি স্বাস্থ্য কেন্দ্রে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত স্বাস্থ্যকর্মীর নাম সুশীল মুখোপাধ্যায় ( ৫৪) । হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ জনিত অসুখে ভুগছিলেন মানকানালি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট সুশীল মুখোপাধ্যায় । চিকিৎসাও চলছিল ।
অন্যান্যদিনের মতো এদিন হাসপাতাল চত্বরেই থাকা কোয়ার্টার থেকে বেরিয়ে হাসপাতালের কাজে যোগ দিয়েছিলেন । হাসপাতালের অন্যান্য কর্মীরা তাঁকে হাসপাতালে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে হাসপাতালের দোতলার একটি ঘরে তাঁর ঝুলন্ত মৃতদেহ নজরে আসে। এরপরই বাঁকুড়া সদর থানায় খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ।