নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৬ মার্চ, করোনা আতঙ্কে গোটা দেশ জর্জরিত।করোনা আক্রান্তদের সঠিক চিকিৎসা ও দেশকে করোনা মুক্ত করতে তৎপর প্রশাসন।এই পরিস্থিতিতেও ডাক্তার, নার্স, পুলিশ, ম্যাডিক্যাল স্টাফ সহ বহু মানুষ নিজের সুরক্ষার পাশাপাশি দেশবাসীর সুরক্ষার জন্য দিন-রাত লড়াই করে চলেছে।রাজ্যজুড়ে করোনা সংক্রান্ত নানান ছবি ধরা পড়ছে।একদিকে কোথাও সরকারের মানবিক রূপ চোখে পড়ছে অপরদিকে রাজ্যের বিশৃঙ্খলার ছবিও সামনে আসছে।ফের একবার Beleghata I.D. And B.G. হাসপাতালের নার্স ও স্টাফদের এমনই কিছু অভিযোগ উঠে এল।
দিন-রাত মানুষের শুশ্রূষার পরও তাদের সুরক্ষার দায়িত্ব নিতে এগিয়ে আসছে না কেউই।রাতে কাজ করার পর সকালে বাড়ি ফেরার ব্যবস্থা নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্বেও নার্স ও ম্যাডিকাল স্টাফদের সুরক্ষার কোনও ব্যবস্থা নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।কাজ শেষে বাড়ি ফেরার অপেক্ষায় তারা অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু নেই কোনো পরিবহন ব্যবস্থা।থাকার ব্যবস্থা থেকে শুরু করে বাড়ি পৌঁছে দেওয়ার কোনও দায়িত্ব পালন করছে না কেউই।শেষমেশ তারা ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের এই করুন অবস্থার কথা সামনে রাখে।তাদের এই অভিযোগ দেশের সুরক্ষা দাতাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসন!