স্বাস্থ্য দপ্তরের নয়া প্রকল্পে বিনামূল্য চোখের আলোর পরিষেবা পাবে সীমান্ত থেকে সুন্দরবনের মানুষ। রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের অধীনে একদিনে ৫০ টি চক্ষু অপারেশনের নজির গড়ল বসিরহাট জেলা হাসপাতাল। রাজ্য তথা দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ নিয়োগি ও বসিরহাট দক্ষিণের বিধায়ক তথা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সপ্তর্ষি ব্যানার্জীর উপস্থিতিতে এই অপারেশন সম্পন্ন হয়।
সরকারি হাসপাতালে চোখ সহ অন্যান্য রোগের যে সঠিক চিকিৎসা হয়, সেই নিয়েও মানুষকে সচেতন করা হয়। বসিরহাট কৃষি প্রধান অঞ্চল হওয়ায় এখানে বহু মানুষের প্রধান জীবিকা কৃষি। লক্ষ লক্ষ কৃষকের পেশাগত কারণে যেমন- ধান ঝাড়ার সময়, পাট পচানোর সময় এবং এমনকি মেছো ঘেড়িতে মাছ চাষ করবার সময় চোখে ধানের গুঁড়ো বা পাটের নোংরা জল চোখে ঢুকে চোখের নানা রকম সমস্যা হয়। আবার অনেক কৃষকের বয়ঃজনিত কারণে নানা চোখের সমস্যা হতে পড়ে। কিন্তু সমস্ত কৃষকের আর্থিক অবস্থা সমান না হওয়ায় তারা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে চক্ষু চিকিৎসা করাতে পারেন না।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতে সরকারি চোখের আলো প্রকল্পে চোখের সমস্যা সমাধান থেকে চক্ষু অপারেশন সমস্ত কিছুই বিনামূল্যে হবে বলে জানান ডাক্তার নিয়োগী। এছাড়াও সীমান্ত থেকে সুন্দরবন প্রায় ৩০ লক্ষ মানুষের চোখের নানা সমস্যা সমাধানেএই প্রকল্প কতটা উপযোগী তা নিয়ে বিশ্লেষণ করেন, বসিরহাট দক্ষিণের বিধায়ক তথা চক্ষু চিকিৎসক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি। সরকারি হাসপাতালে এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে খুশি বসিরহাটের মানুষ। স্বাস্থ্য দপ্তরের