স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশা: মুখ্যমন্ত্রীর একগুচ্ছ প্রকল্প ঘোষণা

স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশা: মুখ্যমন্ত্রীর একগুচ্ছ প্রকল্প ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন পালক যোগ হলো। চিকিৎসার মান উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার এক সরকারি অনুষ্ঠানে তিনি মোট ১৭টি স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করেন। এই উদ্যোগগুলির জন্য প্রায় ৬৭ কোটি টাকা ব্যয় হবে, যা সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোয় বড় পরিবর্তন আনতে চলেছে।

এসএসকেএম হাসপাতালে অত্যাধুনিক ১০ তলা উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন হয়েছে, যাতে রয়েছে মোট ১৩১টি কেবিন। মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার টাকা, এইচডিইউ কেবিনের ভাড়া ১২ হাজার টাকা এবং আইটিইউ কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা নির্ধারিত হয়েছে। তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালের তুলনায় এই খরচ অনেকটাই কম। শুরুতে আর্থিক ক্ষতি হলেও সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। টাটা মুম্বই হাসপাতালের সহযোগিতায় দুটি ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে—একটি এসএসকেএম চত্বরে এবং অপরটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর পাশাপাশি, পূর্ব ভারতে প্রথমবারের মতো বোন ব্যাঙ্ক চালু হতে চলেছে। একই সঙ্গে সরকারি উদ্যোগে রোবোটিক সার্জারিরও ব্যবস্থা করা হচ্ছে, যা চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করবে।

অনুষ্ঠানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে ২৫.৭১ কোটি টাকা ব্যয়ে তৈরি কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং লি রোডে ৭ তলা ছাত্রাবাস, যার নির্মাণ ব্যয় ২৪.৪৯ কোটি টাকা। স্বাস্থ্য ভবনের নতুন অ্যানেক্স-১ ভবনেরও উদ্বোধন হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ১৬ কোটি টাকা। এছাড়া, ড্রাগ কন্ট্রোল অধিদপ্তরের জন্য ৩২.৯২ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ভবন তৈরি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top