স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি মহিলা মোর্চা রাজ্যের করোনা চিকিৎসা নিয়ে বৈঠক করেন

স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি মহিলা মোর্চা রাজ্যের করোনা চিকিৎসা নিয়ে বৈঠক করেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বিধাননগর:- আজ স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি মহিলা মোর্চা তরফ থেকে শর্বরী দত্তর নেতৃত্বে এক প্রতিনিধি দল ডঃ অজয় চক্রবর্তী, ডিরেক্টর অফ হেলথ সাইন্স, এর সঙ্গে দেখা করেন ও বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেন। মূলত পাঁচটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। প্রথমমতো বর্তমান সময়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে প্রথম সারির সরকারি হাসপাতালে যার প্রকৃত কারণ খতিয়ে দেখে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। পেশেন্টরা যখন শ্বাসকষ্ট নিয়ে যাচ্ছে কেন তাদের অক্সিজেন দেওয়া হচ্ছে না এবং বেড না পেয়ে তাদের অন্যত্র রেফার করে দেয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে ডঃ অজয় চক্রবর্তী জানান পেশেন্টরা নিজেরাই যদি সরকারি হাসপাতালে চলে যান তাহলে বেডের সমস্যা হতে পারে কিন্তু ওয়েবসাইট একটি টোল ফ্রি নম্বর দেওয়া আছে সেই টোল ফ্রি নম্বরে ফোন করে বুক করে গেলে পেশেন্টের অ্যালটমেন্ট হবে। অগ্নিমিত্রা পলের দাবি বহু মানুষ এই সম্পর্কে অবগত নন তাই তাদের তরফ থেকে একটি অনুরোধ করা হয়েছে বিভিন্ন সংবাদপত্র এবং গণমাধ্যমে এই পুরো বিষয়টির সম্পূর্ণ চিত্র তুলে দেওয়ার জন্য । বহু মানুষ এই মুহূর্তে করোনা টেস্টিং করতে চান অথচ তারা বুঝে উঠতে পারছেন না কোথায় পরীক্ষা হবে , তিনি জানান ওয়েবসাইটে যে ল্যাবের কথা বলা আছে যেখানে পরীক্ষা করা যেতে পারে এবং রিপোর্ট সেখানে আপলোড করে দেয়া হবে। অগ্নিমিত্রা পলের দাবি খুব সদর্থক বৈঠক হয়েছে এবং একটি স্মারকলিপিও তারা জমা দিয়েছেন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top