নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৯শে নভেম্বর :মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষ স্বাস্থ্য সাথী প্রকল্প রুপায়িত করতে ট্যাবলো সহযোগে প্রচার শুরু করলো মুর্শিদাবাদ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে জেলা শাসকের ভবন থেকে একটি ট্যাবলো বের হয়। এই ট্যাবলো থেকে স্বাস্থ্য সাথীর কার্ড ব্যবহার ও সুবিধা নিয়ে সচেতন করা হবে। মূলত কারা এই স্বাস্থ্য সাথীর তালিকাভূক্ত হবেন, কীভাবে তালিকাভূক্ত করবেন এবং কীভাবে এই কার্ড কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন তা বোঝাতেই এই উদ্যোগ বলে জানান জেলাশাসক ডঃ পি উল্পানাথন।