স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীনদের লক্ষ্যে দাবা প্রতিযোগিতা

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীনদের লক্ষ্যে দাবা প্রতিযোগিতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ ফেব্রুয়ারি, স্পার্ক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সারা বাংলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদায়। মালদা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সারাবাংলা এই দাবা প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল মালদা জেলা পরিষদ, মালদা জেলা প্রশাসন, ইংরেজবাজার পৌরসভা, পুরাতন মালদা পৌরসভা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে দৃষ্টিহীন বনাম দৃষ্টিমান দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষি মিত্র, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।

জানা যায়, শনিবার এবং রবিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত সারাবাংলা দাবা প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ১২৫ জন প্রতিযোগী অংশ নিয়েছে। তাদের মধ্যে ৭৫ জন দৃষ্টিহীন ৫০জন সাধারণ এবং কুড়ি জনেরও বেশি মহিলা প্রতিযোগী অংশ নিয়েছে। এদিন দৃষ্টিহীনরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। সকল প্রতিযোগিরা প্রতিযোগীদের সাথে মুখোমুখি হবে। এই বিষয়ে জেলা শাসক রাজশ্রী মিত্র জানান এই উদ্যোগ অভিনব। খুব ভালো লাগছে এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, একশ্রেণীর মানুষ দৃষ্টিহীনদের অবহেলা করে। তা করা কখনই ঠিক নয়। স্পার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দৃষ্টিহীনদের নিয়ে আজ দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top