১২জুলাই ২০২১:স্ব পরিবারে আটকে পড়েছিলেন কানাডায়, অবশেষে অভিনেতা ফিরলেন নিজের শহরে। কথা বলছি অভিনেত্রী তেজয় সিধুকে নিয়ে।

তিন কন্যা এবং স্ত্রী তথা অভিনেত্রী তেজয় সিধুকে নিয়ে অবশেষে মুম্বই ফিরতে পারলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণভীর বোহরা। ছোট মেয়ের জন্মের পর থেকেই সপরিবার কানাডায় ছিলেন তাঁরা। প্যানডেমিকের কারণে এতদিন ফেরার সিদ্ধান্ত নেননি। অবশেষে ফিরলেন দম্পতি।মুম্বই ফিরে সাংবাদিকদের করণভীর বলেন, “ফিরতে পেরে খুব ভাল লাগছে। বর্ষাকাল ভাল লাগে আমার। মুম্বইতে বর্ষা এনজয় করব। আমার পছন্দের সময় এটা। গত তিন মাস ধরে ফেরার চেষ্টা করছিলাম। কিন্তু প্যানডেমিকের কারণে কখনও টিকিট পিছিয়ে যাচ্ছিল। কখনও বা ফ্লাইট ক্যানসেল হচ্ছিল।”