সুরাট: ফেসবুক কিংবা মেল অ্যাকাউন্ট যেমন হ্যাক হয়, তেমনই ব্যক্তিগত জীবনও হ্যাক হয়ে যেতে পারে। গুজরাতের সুরাতে এক দম্পতির বাড়িতে রয়েছে স্মার্ট টিভি। সেই টিভিতেই সুরাতের বাসিন্দা এক ব্যক্তি দেখেন তাঁর ও তাঁর স্ত্রী’র ভিডিও দেখা যাচ্ছে পর্ন সাইটে। তাঁদের ব্যক্তিগত সময়ের ফুটেজ চলে গিয়েছে ওই সাইটে। খবর দেন পুলিশে। সাইবার সিকিউরিটি এক্সপার্টরাও চমকে যান এই কথা শুনে।সাইবার পুলিশ তদন্তের জন্য ওই দম্পতির বাড়িতে আসেন। প্রথমটায় তাঁরা ভেবেছিলেন যে ওই অ্যাপার্টমেন্টে কোনও লুকনো ক্যামেরা রয়েছে, পরে, তাঁদের চোখ পড়ে ঘরে থাকা স্মার্ট টিভিতে।
জানা যায় ওই ব্যক্তি মাঝে মধ্যেই পর্ন সাইট দেখতেন ওই স্মার্ট টিভিতে। আর সেরকমই কোনও একটা সাইট থেকে হ্যাকার ঢুকে পড়ে। সেই হ্যাকিংয়ের মাধ্যমে টিভিতে থাকা ক্যামেরা ব্যবহার করতে পারে সহজেই। ঠিক যেভাবে কম্পিউটার হ্যাক হয়, সেভাবেই। যেহেতু টিভিটি ওয়াই-ফাই এনেবল ছিল, তাই দূরে বসেই টিভির ক্যামেরা থেকে লাইভ ফিডও পেয়ে যায় ওই হ্যাকার। এরপর সেই ঘনিষ্ঠ অবস্থার দৃশ্য আপলোড করা হয় পর্ন সাইটে।