হারিয়ে ফেলা স্মৃতিকে আগলে রেখেছে শিলিগুড়ির তাপস

হারিয়ে ফেলা স্মৃতিকে আগলে রেখেছে শিলিগুড়ির তাপস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
স্মৃতিকে

হারিয়ে ফেলা স্মৃতিকে আগলে রেখেছে শিলিগুড়ির তাপস।  ফাইভজির যুগে মোবাইলের এক ক্লিকে পুরনো সামগ্রীর চিত্র ও অন্যান্য জিনিসের প্রতিকৃতির স্বাদ পাওয়া গেলেও তা ছুঁয়ে বা সামনে দেখার সৌভাগ্য অনেকেরই হয়না।

 

তবে শিলিগুড়ির ৩৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা রাজনীতিবিদ তাপস দাস সখ ও পরিবারের ঐতিহ্যকে আগলে রাখতে পুরনো কয়েন থেকে শুরু করে ৬৫বছরের পুরনো ঘড়ি, ফ্রিজ, স্কুটার, গানের রেকর্ডার, গ্রামোফোন সমস্ত কিছুই যত্ন সহকারে আগলে রেখেছেন তাপস বাবু।

 

আর ও পড়ুন    কিভের ভয়ঙ্কর দৃশ্য বাড়িতে এসে ভুলতে পারছে না রিপন

 

২০২২শে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে হারানোর বেদনা যখন প্রত্যেকটি বাঙালির মনে রয়ে গেছে সেখানেই তাপস বাবু সন্ধ্যা মুখোপাধ্যায়ের আমলের সমস্ত সংগীতের সমারোহ রয়েছে তাপস বাবুর কাছে। শুধু তাই নয় বাংলা ও ভারতের ইতিহাসের সংগীতের সমারোহ রয়েছে গ্রমাফোনের আকারে। পাশাপাশি বাবা ঠাকুরদার আমলের থেকে শুরু করে ঐতিহাসিক টাকা ও বিভিন্ন বই সংগ্রহ করে তাকে যত্নসহকারে রাখাই নেশা শিলিগুড়ি বিবেকানন্দ পল্লীর তাপস দাসের।

 

হারিয়ে ফেলা স্মৃতিকে আগলে রেখেছে শিলিগুড়ির তাপস।  ফাইভজির যুগে মোবাইলের এক ক্লিকে পুরনো সামগ্রীর চিত্র ও অন্যান্য জিনিসের প্রতিকৃতির স্বাদ পাওয়া গেলেও তা ছুঁয়ে বা সামনে দেখার সৌভাগ্য অনেকেরই হয়না।

 

তবে শিলিগুড়ির ৩৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা রাজনীতিবিদ তাপস দাস সখ ও পরিবারের ঐতিহ্যকে আগলে রাখতে পুরনো কয়েন থেকে শুরু করে ৬৫বছরের পুরনো ঘড়ি, ফ্রিজ, স্কুটার, গানের রেকর্ডার, গ্রামোফোন সমস্ত কিছুই যত্ন সহকারে আগলে রেখেছেন তাপস বাবু।  ২০২২শে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে হারানোর বেদনা যখন প্রত্যেকটি বাঙালির মনে রয়ে গেছে সেখানেই তাপস বাবু সন্ধ্যা মুখোপাধ্যায়ের আমলের সমস্ত সংগীতের সমারোহ রয়েছে তাপস বাবুর কাছে। শুধু তাই নয় বাংলা ও ভারতের ইতিহাসের সংগীতের সমারোহ রয়েছে গ্রমাফোনের আকারে। পাশাপাশি বাবা ঠাকুরদার আমলের থেকে শুরু করে ঐতিহাসিক টাকা ও বিভিন্ন বই সংগ্রহ করে তাকে যত্নসহকারে রাখাই নেশা শিলিগুড়ি বিবেকানন্দ পল্লীর তাপস দাসের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top