বিনোদন – স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলের বিয়ে আপাতত স্থগিত। আদৌ বিয়ে হবে কি না, তা ঘিরে সন্দেহ তৈরি হয়েছে, কারণ পলাশের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ উঠেছে। দুই পক্ষই এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে জল্পনার মধ্যেই দু’জনের নয়া পদক্ষেপ নজর কেড়েছে—ইনস্টাগ্রামের বায়ো একসঙ্গে বদলেছেন স্মৃতি ও পলাশ, দু’জনের বায়োতেই এখন রয়েছে ‘ইভিল আই’ ইমোজি। সাধারণত এই ইমোজি ব্যবহার করা হয় ‘নজর না লাগুক’ বোঝাতে, তাই অনেকে মনে করছেন পরিস্থিতি হয়তো ইতিবাচক দিকেই এগোচ্ছে।
স্মৃতির বিয়ের অনুষ্ঠান ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা ছিল। তাঁদের একসঙ্গে নাচের ভিডিও ভাইরালও হয়েছিল। কিন্তু শেষমেশ বিয়ে স্থগিত হয়। ফলে প্রশ্ন উঠছে—ইভিল আই কি সম্পর্ককে ‘নজর’ থেকে বাঁচানোর ইঙ্গিত? একই সময়ে দুইজনের বায়ো পরিবর্তনের ঘটনাকে অনেকেই দেখছেন যোগাযোগ অটুট থাকার চিহ্ন হিসেবে, যেটা তাঁদের দূরত্বের গুঞ্জনও উড়িয়ে দিচ্ছে।
আরও একটি দিক নজরকাড়া—পলাশের নামে অভিযোগ উঠলেও স্মৃতি এখনও সোশাল মিডিয়া থেকে তাঁদের কোনও ছবি বা ভিডিও মুছেননি। পলাশের ইনস্টা হ্যান্ডলের প্রোপোজ ভিডিওতেও স্মৃতির ট্যাগ রয়েছে। ফলে ভক্তদের আশা, ‘পালরীতি’র বিয়ে এখনও ভেস্তে যায়নি।
সম্প্রতি শোনা গিয়েছিল, বিয়ের আগের দিন এক কোরিওগ্রাফারের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে পলাশকে। নেটদুনিয়ায় প্রশ্ন উঠতে থাকে, কে এই কোরিওগ্রাফার? জল্পনায় উঠে আসে নন্দিকা দ্বিবেদীর নাম। তবে অন্য কোরিওগ্রাফার গুলনাজ সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ২৩ নভেম্বর বিয়ের দিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা—যা পরিস্থিতিকে আরও জটিল করে দেয়।
সব মিলিয়ে পলাশের বিরুদ্ধে অভিযোগ, অনুষ্ঠান স্থগিত, পরিবারের উদ্বেগ—সবকিছু নিয়েই চলছে তুমুল জল্পনা। তবে আশাবাদী পলাশের মা। তাঁর কথায়, স্মৃতি আর পলাশ দু’জনেই কঠিন সময়ে রয়েছে, কিন্তু সব ঠিক হলে খুব শিগগিরই বিয়েটা হয়ে যাবে।




















