স্মৃতি মন্ধানা–পলাশ মুচ্ছলের বিয়ের নতুন তারিখ নিয়ে জোর জল্পনা, পরিবারের দাবি—এখনও স্থগিত

স্মৃতি মন্ধানা–পলাশ মুচ্ছলের বিয়ের নতুন তারিখ নিয়ে জোর জল্পনা, পরিবারের দাবি—এখনও স্থগিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বহু প্রতীক্ষিত বিয়ে আপাতত স্থগিত। ২৩ নভেম্বর তাদের বিয়ের দিন ঠিক থাকলেও সেদিনই স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে সাংলির হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে শারীরিক সমস্যা দেখা দেয় পলাশ মুচ্ছলেরও, তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়। পরে দু’জনকেই ছাড়লেও বিয়ের অনুষ্ঠান স্থগিত থাকে এবং নতুন কোনও তারিখ ঘোষণা করা হয়নি।

এরপর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ছড়ায় যে বিয়ের নতুন তারিখ নাকি ঠিক হয়েছে ৭ ডিসেম্বর। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। স্মৃতির ভাই শ্রাবণ মন্ধানা এক সংবাদমাধ্যমকে জানান, “এই গুজব নিয়ে আমার কোনও ধারণা নেই। এই মুহূর্তেও বিয়ে স্থগিতই আছে।” বিয়ে স্থগিত হওয়ার পর স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম থেকে বিয়ের সঙ্গে সম্পর্কিত সব পোস্ট ডিলিট করেছেন, যদিও পলাশের সঙ্গে কিছু সাধারণ ছবি এখনও রয়েছে।

পরিবারের সদস্যদের মতে, বিয়ের দিন ঘটে যাওয়া ঘটনাগুলোতে স্মৃতি এবং পলাশ দু’জনেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। পলাশের মা অমিতা মুচ্ছল জানান, “স্মৃতি এবং পলাশ দু’জনেই কষ্টে আছে। পলাশ নববধূকে নিয়ে ঘরে ফেরার স্বপ্ন দেখেছিল। আমি বিশেষ অভ্যর্থনার পরিকল্পনাও করেছিলাম। সব ঠিক হয়ে যাবে, বিয়ে খুব তাড়াতাড়িই হবে।”

এই কঠিন সময়ে স্মৃতির পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার জেমাইমা রডরিগেজকে শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সুনীল শেট্টি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top