স্যানিটাইজার সহ নানা জিনিস সাপ্লাইয়ের নাম করে ৬২ লাখ ৩৭ হাজার টাকার প্রতারণা, গ্রেফতার ১

স্যানিটাইজার সহ নানা জিনিস সাপ্লাইয়ের নাম করে ৬২ লাখ ৩৭ হাজার টাকার প্রতারণা, গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউটাউন:- স্যানিটাইজার সহ নানা জিনিস সাপ্লাইয়ের নাম করে ৬২ লাখ ৩৭ হাজার টাকার প্রতারণা।প্রতারণার অভিযোগে গ্রেফতার এক।নাম পঙ্কজ জ্ঞানেড়িওয়ালা।গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।অভিযুক্তের নামে তিলজলা ও বাগুইআটি থানায় ও অভিযোগ রয়েছে।আগামীকাল তাকে বারাসাত কোর্টে তোলা হবে।এর আগেও এই কেসে কুন্দন কুমার নামে একজনকে গ্রেফতার করা হয় সে এখন জেল হেফাজতে আছে।

পুলিশ সূত্রে খবর, গত ১২/৬/২১ তারিখে বিহারের বাসিন্দা বাল্মীকি প্রসাদ নিউটাউন থানায় একটি অভিযোগ করে যে কুন্দন কুমার ও আরো তিনজন ব্যক্তির সাথে তার যোগাযোগ হয় এবং তারা তাকে বলে তারা বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই করবে প্রোডাকশন ও সাপ্লাইয়ের একটি কম্পানি খোলার পর।এবং তার জন্য অভিযোগকারী ব্যক্তি ২০১৯ সাল থেকে ফেব্রুয়ারি ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কখনো ব্যাংকের মাধ্যমে, কখনো ক্যাশ কখনো বিভিন্ন খাতে বিভিন্ন একাউন্টে টাকা দেওয়া হয়।যার পরিমান প্রায় ৬২ লাখ ৩৭ হাজার। অভিযোগকারি বিহারে স্যানিটাইজার এর ব্যবসা করবে বলে তার কাছে স্যানিটাইজার অর্ডার দেয়।তাকে বলা হয় তাদের কম্পানি চালু হয়ে গেলেই মাল পেয়ে যাবে।কিন্তু অবশেষে তারা কম্পানি শুরু করিনি এবং অভিযোগ কারী যে টাকা দিয়েছিল সেটিও ফেরত দিচ্ছিল না। তাকে ঘুরিয়ে যাচ্ছিল এবং টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হচ্ছিল পরবর্তীতে  আর কোনো যোগাযোগ করছিল না ।তখন তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছে।সেই মত নিউটাউন থানায় অভিযোগ করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে কুন্দন কুমারকে এর আগেই গ্রেফতার করা হয়।সে এখন জেল হেফাজতে রয়েছে।তদন্তে নেমে গতকাল দুপুরে  নিউটাউন এলাকা থেকে পঙ্কজ জ্ঞানেড়িওয়ালাকে গ্রেফতার করা হয়।আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।এই প্রতারণা চক্রের সাথে আর কে কে জড়িত আছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top