বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রকে সাংস্কৃতিক স্রোতে উদ্যোগী জেলা প্রশাসন। বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রকে সাংস্কৃতিক স্রোতে উদ্যোগী জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নাট্য উৎকর্ষ কেন্দ্রকে সর্বদা সচল রাখতে পরিকল্পনা গ্রহণের জন্য জেলার সাংস্কৃতিক কর্মী ও সংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে নাট্য জগতের মানুষ নিয়ে আলোচনায় বসতে চলেছে। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন,আলোচনা হবে।
উল্লেখ্য,পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ২০১৮ সালে ৬,৯৯,৮৭,৫৫৮ টাকা ব্যায়ে বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রটি নির্মাণ করে। পরবর্তী সময়ে কোভিড পরিস্থিতি দেখা দিলে স্বাস্থ্য দপ্তর নাট্য উৎকর্ষ কেন্দ্রটিকে কোভিড হাসপাতালে রুপান্তরিত করে। এরপর কোভিডের প্রকোপ কমবার পরেও বর্তমানে বেশ কিছুদিন ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ঐ নাট্য উৎকর্ষ কেন্দ্রটি। নাট্য উৎকর্ষ কেন্দ্রটি ফের চালুর দাবীতে সরব হতে শুরু করে বালুরঘাটের নাট্যপ্রেমীরা।
আরও পড়ুন – শীত পড়তেই হরিশচন্দ্রপুরে আবারও শেয়ালের হামলা,জখম ৫
নাট্য উৎকর্ষ কেন্দ্রটি চালুর বিষয়ে জেলা শাসক নিজেও আশ্বাস দেন। যার পরে ডিভিশন লেবেলের ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে। ঐ প্রতিযোগীতার প্রাক্কালে প্রায় এক পাক্ষিক কাল সময় ধরে বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রে মেরামতির কাজও করে পূর্ত দপ্তর। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগ নিয়ে গোটা নাট্য উৎকর্ষ কেন্দ্র চত্বরে সাফাই-এর ব্যবস্থাও করায়। ফের স্বরুপে ফিরতে থাকে বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রটি।
দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন, এতবড় একটা পরিকাঠামো যে উদ্দেশ্যের জন্য বানানো হয়েছিল সেই উদ্দেশ্যেই এটা ব্যবহার হবে এটা নিশ্চিত করার জন্য পদ্ধতিক্রমে আমরা আলোচনায় বসব। তিনি জানিয়েছেন শীঘ্রই এই সেশনেই বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রে কোন কোন অনুষ্ঠান আয়োজনের তারা ব্যবস্থা করবেন।