স্লোগান এর ক্ষেত্রে সর্বদাই প্রথম তৃণমূল। খেলা হবে থেকে শুরু করে বাংলা নিজের মেয়েকেই চায়, সবেতেই স্লোগান সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। আবারও সেই স্লোগান দিয়ে বাজিমাত করার পালা দিদির। জোড়া ফুল ফোটাতে এবার নতুন স্লোগান তৃণমূলের।
মিশন ত্রিপুরা। চলতি কয়েকদিনে খবরের শিরোনামে একটাই নাম, ত্রিপুরা। এবার সেই ত্রিপুরায় বিপ্লব ঘটাতে নয়া স্লোগান দিল তৃণমূল। পাল্টে গেল ‘ এবার ত্রিপুরা’ স্লোগান। বদলে স্লোগান উঠলো ‘ জিতবে ত্রিপুরা’। সূত্রের খবর, আগামীদিনে দলের ফ্ল্যাগ, পোস্টার এবং ফেস্টুনে লেখা থাকবে এই স্লোগানটি। জাতীয় রাজনীতিতে এখন স্লোগানই ঘাসফুল শিবিরের অন্যতম হাতিয়ার। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে দেখা গিয়েছিল কবি ও গীতিকার জাভেদ আখতারকে। জানা গিয়েছে, তাকে খেলা হবে গানটি লিখে দেওয়ার অনুরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ছিল অন্যতম হাতিয়ার। জনপ্রিয়তা পেয়েছিলো দেবাংশুর খেলা হবে স্লোগানটিও। তবে এবার লক্ষ্য উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করার। তবে এবার ত্রিপুরা স্লোগান বদলে জিতবে ত্রিপুরা কেন করা হল তা নিয়ে রাজনৈতিক মহলের মতামত, দেড় বছর বাদে বিধানসভা নির্বাচনে ত্রিপুরা জয়ের বিষয়ে রাজ্যের শাসকদল আত্মবিশ্বাসী। সেই কারণেই এই স্লোগান।