খেলা – ভারতীয় ফুটবল আবারও ধাক্কা খেল। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে হেরে গেল ভারত। চার-চারবার পরিষ্কার গোলের সুযোগ পেয়েও কাজের কাজ করতে পারলেন না আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো কিংবা সুনীল ছেত্রীর মতো তারকারা। শেষ পর্যন্ত গোলকিপার বিশাল কাইথের ভুলে পেনাল্টি—আর সেখানেই ভাগ্য গড়ে দেয় হংকং।
এই পরাজয়ের পরেই আবারও প্রশ্ন উঠে পড়েছে—ভারতীয় ফুটবল কোন পথে?
বিশ্লেষকরা বলছেন, সমস্যা শুধু মাঠে নয়, গোটা কাঠামোতেই। বিদেশি ফুটবলার ও কোচ নির্ভর আইএসএল ক্লাবগুলোতে দেশীয় খেলোয়াড়রা পাশে থাকেন শক্তিশালী সাপোর্টে। কিন্তু জাতীয় দলের জার্সিতে সেই সাপোর্ট মেলে না। ফলে খেলোয়াড়দের টেকনিক্যাল দুর্বলতা প্রকাশ পায় পুরোপুরি।
এক প্রাক্তন বিদেশি ফুটবলারের মন্তব্য, “ভারতীয় খেলোয়াড়দের টেকনিকে ঘাটতি রয়েছে। সুযোগ তৈরি হয়, কিন্তু গোল হয় না।”
আইএসএলের শক্তিশালী বিদেশিদের ছায়ায় দেশীয় খেলোয়াড়রা যেন ঘরোয়া ম্যাচে ‘দৈত্য’, কিন্তু আন্তর্জাতিক অrenas-এ এসে হন ‘নির্বিষ’।
সন্দেশ, ছাংতে, ব্র্যান্ডনের মতো তারকারা ক্লাব স্তরে যেমন স্বচ্ছন্দ, জাতীয় দলে নামলেই সেই ছন্দ খুঁজে পাওয়া যায় না। কেন?
বিশ্লেষণ বলছে, আইএসএলের কাঠামোতে দেশীয় প্রতিভার বিকাশ নয়, বরং বিদেশি নির্ভরতায় ঢাকা পড়ে যাচ্ছে ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ। ক্লাবের জার্সিতে যাঁরা হিরো, দেশের জার্সিতে তাঁরাই ব্যর্থ। এই ফাঁক কীভাবে পূরণ হবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।
