হকার ইউনিয়নের নামে জোর জুলুমের অভিযোগ। সেক্টর ফাইভে দোকান বন্ধ করতে হুমকি মারধরের অভিযোগ সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিরুদ্ধে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হকার ইউনিয়নের বিরুদ্ধে হুমকি মারধরের অভিযোগ দায়ের সেক্টর ফাইভের নির্যাতিত হকারদের। সল্টলেকের অফিস পাড়ায় বন্ধ ১২০০ এর বেশি দোকান।
সেক্টর ফাইভের হকারদের অভিযোগ বেশকিছুদিন ধরে সল্টলেক সেক্টর ফাইভে সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের একটি কমিটি গঠন করে জোর জুলুম চালাচ্ছে বেশকিছু ব্যক্তি। গতকাল ওই সংগঠনের পক্ষ থেকে সেক্টর ফাইভ এলাকার প্রতিটি দোকানে একটি চিরকুটের পরিবর্তে ১০০ থেকে ১৫০ টাকা তোলা হয়। হকারদের দাবি কলকাতায় ওই সংগঠনের একটি মিটিংয়ের নাম করে সেই টাকা তোলা হয়।
আর ও পড়ুন নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর সিজি ব্লকের বাসিন্দারা
পাশাপাশি আজ মিটিং থাকায় সেক্টর ফাইভের প্রতিটি দোকান বন্ধ রাখতে হুমকি দেয় তারা। আজ সকালে সেক্টর ফাইভের বেশকিছু দোকানদার দোকান খুললে তাদের দোকানে হামাল চালায় ওই সংগঠনের বেশকিছু ব্যক্তি। যারা দোকান খুলেছে তাদের হুমকি দেওয়া হয় আবার কিছু জনকে মারধর করা হয়।
সেক্টর ফাইভের ৩০টি দোকানের নির্যাতিত হকারদের পক্ষ থেকে আজ বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানান হয়। তাদের দাবি বাবুসনা মন্ডল এবং ভবতোষ সরকারের নেতৃত্বে এই জোর জুলুম চালাচ্ছে এই সংগঠন যার জেরে সপ্তাহের কাজের দিনে বন্ধ সল্টলেকের অফিস পাড়ার ১২০০ বেশি দোকান।
উল্লেখ্য, হকার ইউনিয়নের নামে জোর জুলুমের অভিযোগ। সেক্টর ফাইভে দোকান বন্ধ করতে হুমকি মারধরের অভিযোগ সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার এসসিয়েশনের বিরুদ্ধে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হকার ইউনিয়নের বিরুদ্ধে হুমকি মারধরের অভিযোগ দায়ের সেক্টর ফাইভের নির্যাতিত হকারদের। সল্টলেকের অফিস পাড়ায় বন্ধ ১২০০ এর বেশি দোকান।
সেক্টর ফাইভের হকারদের অভিযোগ বেশকিছুদিন ধরে সল্টলেক সেক্টর ফাইভে সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের একটি কমিটি গঠন করে জোর জুলুম চালাচ্ছে বেশকিছু ব্যক্তি। গতকাল ওই সংগঠনের পক্ষ থেকে সেক্টর ফাইভ এলাকার প্রতিটি দোকানে একটি চিরকুটের পরিবর্তে ১০০ থেকে ১৫০ টাকা তোলা হয়। হকারদের দাবি কলকাতায় ওই সংগঠনের একটি মিটিংয়ের নাম করে সেই টাকা তোলা হয়।