নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া, ২১ শে নভেম্বর : ভাবগম্ভীর পরিবেশে বিশেষ মর্যাদার সঙ্গে গোটা দেশের সঙ্গে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার তাজপুর , প্রদীপিডাঙ্গা থেকে মসুরডাঙ্গা সর্বত্র পালিত হল ঈদ মিলাদ – উন – নবী অর্থাৎ হজরত মহম্মদ (সাঃ) এর জন্মদিন।এই উপলক্ষে বুধবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন মসজিদে মসজিদে,পাড়ায় পাড়ায় মহল্লায় শুরু হয়েছে বিশেষ ধর্মীয় সভা , কোরান পাঠ , দোওয়া ,দরূদ পাঠ , সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ।তবে উল্লেখ যোগ্যভাবে তাজপুর জুম্মা মসজিদের উদ্যোগে নবীজির জন্মদিন কে গৌরবময় করে তুলতে এলাকার মানুষ কে সচেতন করে তুলতে অভিনব আয়োজন করা হয় ও গ্রামে গ্রামে মিছিল করে জানান দিচ্ছে নবীজির জন্মদিবস পালন করুন।
৫৭০ খ্রীঃব্দে আরবের মক্কা নগরিতে বাবা হজরত আব্দুল্লাহ ও মা হজরত আমিনার কোল আলো করে জন্ম গ্রহন করেছিলেন হজরত মহম্মদ।ইসলামিক কালেন্ডার অনুযায়ী তৃতীয় মাস রবিউল আওয়াল মাসের ১২ তারিখ সন্ধ্যাতে তিনি জন্মগ্রহন করেন।সেই উপলক্ষ্যে এদিন শুরু থেকেই এলাকায় এলাকায় তাঁর জন্মদিনে ধর্মীয় রীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত কোরান পাঠ দোওয়া দরূদ পাঠের মধ্যদিয়ে তাঁকে স্মরন করা হয় । এছাড়াও বিভিন্ন মসজিদ কমিটি এবং সংগঠন গুলির উদ্যোগে মিলাদ , জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাংস্কৃতিক অনুস্থানে কোরান পাঠ , হামদ , নাত ও ধর্মীয় গজলের প্রতিযোগিতাও হয় । সেই সাথে একাধিক যায়গায় নবীজির জীবন দর্শন নিয়ে আলোচনা হয় । মূলত সেই আলোচনায় বর্তমান সময়ে তাঁর মূল্যবোধ ও সমাজ ভাবনার কথা জোর দিয়ে বলেন বক্তারা । এদিকে দিনের আলো নিভে আসতেই মসজিদ গুলি জ্বলে ওঠে রঙ্ বাহারি আলোক মালায় । নবীজির জন্মদিন উপলক্ষে দান খয়রাত করার পাশাপাশি অনেকেই আবার রোজাও রাখেন । এদিন তারা গ্রামবাসীদের জন্য খিচুড়ি রান্না করে এক সঙ্গে মিলিত ভাবে খাওয়া দাওয়া করে।