হটাৎ আসা বৃষ্টিতে বেসামাল মৃৎশিল্পীরা

হটাৎ আসা বৃষ্টিতে বেসামাল মৃৎশিল্পীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হটাৎ আসা বৃষ্টিতে বেসামাল মৃৎশিল্পীরা। নিম্নচাপের ভ্রুকুটিতে হঠাৎ করে আসা বৃষ্টিতে রীতিমত বেসামাল মৃৎশিল্পীরা। আকাশে কালো মেঘ দেখলেই বৃষ্টির হাত থেকে মূর্তি বাঁচানোর তাগিদে তৎপর হয়ে উঠছে মৃৎশিল্পীরা। ২১ সেপ্টেম্বর সকাল থেকেই মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে নদিয়ার বিভিন্ন জায়গায়। সে কারণেই বৃষ্টি আসার আগে প্লাস্টিকের মোড়কে রাখতে হচ্ছে দুর্গা মূর্তিকে।

 

মূর্তি ডেলিভারি দেওয়ার সময়ও এগিয়ে আসছে, আর হঠাৎ করে আসা বৃষ্টিতে রীতিমতো বিপাকে মৃৎশিল্পীরা। মৃৎ শিল্পী সুবির পাল বলেন, এই বছর দুর্গাপুজো একটু বেশি জাঁকজমক হবে। যেহেতু গত দু’বছর করোনা আবহে সেই ভাবে আনন্দ ও জাঁকজমক হয়নি। তাই এই বছর বাড়তি উৎসাহ রয়েছে মানুষের মনে। হটাৎ বৃষ্টিতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। আর বেশিদিন নেই পুজোর। দ্রুত রং লাগিয়ে পূজো মণ্ডপে মূর্তি পাঠানোই আমাদের বড় চিন্তা।

আরও পড়ুন – পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক আত্মহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে, অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যের

উল্লেখ্য, নিম্নচাপের ভ্রুকুটিতে হঠাৎ করে আসা বৃষ্টিতে রীতিমত বেসামাল মৃৎশিল্পীরা। আকাশে কালো মেঘ দেখলেই বৃষ্টির হাত থেকে মূর্তি বাঁচানোর তাগিদে তৎপর হয়ে উঠছে মৃৎশিল্পীরা। ২১ সেপ্টেম্বর সকাল থেকেই মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে নদিয়ার বিভিন্ন জায়গায়। সে কারণেই বৃষ্টি আসার আগে প্লাস্টিকের মোড়কে রাখতে হচ্ছে দুর্গা মূর্তিকে।

 

মূর্তি ডেলিভারি দেওয়ার সময়ও এগিয়ে আসছে, আর হঠাৎ করে আসা বৃষ্টিতে রীতিমতো বিপাকে মৃৎশিল্পীরা। মৃৎ শিল্পী সুবির পাল বলেন, এই বছর দুর্গাপুজো একটু বেশি জাঁকজমক হবে। যেহেতু গত দু’বছর করোনা আবহে সেই ভাবে আনন্দ ও জাঁকজমক হয়নি। তাই এই বছর বাড়তি উৎসাহ রয়েছে মানুষের মনে। হটাৎ বৃষ্টিতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। আর বেশিদিন নেই পুজোর। দ্রুত রং লাগিয়ে পূজো মণ্ডপে মূর্তি পাঠানোই আমাদের বড় চিন্তা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top